টি-টোয়েন্টিতে সাকিবের নতুন রেকর্ড

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১০:১৫ এএম

টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের অসাধারণ সামর্থ্যের আরেকটি স্বীকৃতি পেলেন সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ৩ উইকেট শিকার করে স্পর্শ করলেন ৫০০ উইকেটের মাইলফলক। একইসঙ্গে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের অনন্য ‘ডাবল’ পূরণ করে গড়লেন বিশ্ব রেকর্ড।

রোববার (২৪ আগস্ট) মাত্র ২ ওভারে ১১ রান খরচায় ৩ উইকেট নেন সাকিব। এর মধ্যে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে পূর্ণ করেন ৫০০তম উইকেট। পরে আরও দুই উইকেট নেন তিনি। বর্তমানে তার উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৫০২।

shakib 3

টি-টোয়েন্টি ফরম্যাটে সাকিবই প্রথম বাঁহাতি বোলার যিনি ৫০০ উইকেটের মাইলফলক ছুঁলেন। বিশ্ব ক্রিকেটের ইতিহাসেও মাত্র কয়েকজন এই চূড়ায় পৌঁছেছেন, তবে সাকিব একমাত্র ক্রিকেটার যিনি ৫০০ উইকেটের পাশাপাশি ৭ হাজার রানও করেছেন। এককথায়, এ ফরম্যাটে অলরাউন্ড পারফরম্যান্সের চূড়ান্ত উদাহরণ তিনি।

সিপিএলের এবারের আসরে প্রথম পাঁচ ম্যাচে খুব একটা বোলিংয়ের সুযোগ পাননি সাকিব। চার ইনিংসে মাত্র ৫ ওভার বল করে নেন কেবল ১টি উইকেট। তাই ৫০০ উইকেটের অপেক্ষা ক্রমেই দীর্ঘ হচ্ছিল।

মাইলফলক স্পর্শ করার পর সাকিব বলেন, এই অর্জনের পেছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে। মাইলফলক স্পর্শ করতে পেরে আমি খুব খুশি। অনেক লম্বা ক্যারিয়ারে যা অর্জন করতে পেরেছি, আমি তাতে খুশি। গত কয়েক ম্যাচে আমি বেশি বোলিং করতে পারিনি। তাই কিছুটা নার্ভাস ছিলাম। তবে আমি সবসময় দলের প্রয়োজনে প্রস্তুত থাকি। সুযোগ পেলে অবদান রাখার চেষ্টা করি।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সাকিবের সঙ্গে আছেন তার স্ত্রী ও তিন সন্তান। আন্তর্জাতিক ব্যস্ততার মাঝেও পরিবার পাশে থাকায় মানসিকভাবে চাঙা থাকেন বলে জানিয়েছেন তিনি।

সাকিব বলেন, পরিবার সবসময়ই আমার সঙ্গে বিভিন্ন জায়গায় যেত। তবে তিন সন্তান নিয়ে তাদের স্কুলের কারণে কঠিন হয়ে গেছে। এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে বলে তারা এখানে থাকতে পারছে। এটা আমার জন্য অনেক বড় স্বস্তির।

সাকিবের এই অর্জন শুধু বাংলাদেশের জন্য নয়, ক্রিকেট বিশ্বেও এক দৃষ্টান্ত। অলরাউন্ডার হিসেবে তার ধারাবাহিকতা এবং দৃঢ় মানসিকতা তাকে নিয়ে যাচ্ছে ইতিহাসের সেরা তালিকায়।

DR/SN