বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট করে জানালেন, তিনি নির্বাচনী হিসাব–নিকাশে নয়, বরং দায়িত্ব পালনের দিকেই মনোযোগী।
চট্টগ্রামে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বিসিবি সভাপতি বলেন, ‘আমার ব্যক্তিগত ইচ্ছার চেয়ে এখানে অনেক কিছুই নিয়ন্ত্রণের বাইরে। আমি হঠাৎ করেই এসেছি এই দায়িত্বে। দেশের জন্য স্থায়ী সবকিছু ছেড়ে কাজ করছি। যতদিন সম্ভব করব, কিন্তু এরপর কী হবে সেটা আমার হাতে নেই।’
বুলবুলের বক্তব্যে স্পষ্ট, সভাপতি হিসেবে থাকতে হলে যে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, সেটিই তাঁর ভবিষ্যৎ নির্ধারণ করবে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হতে হবে আগে। তারপর বোর্ড পরিচালকদের ভোটে আসতে হবে সভাপতির আসনে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আর ফাহিম ভাই এনএসসির কাউন্সিলর। এখন প্রথমে এনএসসি থেকে মনোনয়ন লাগবে, তারপর নতুন বোর্ড আসবে, সেই পরিচালকেরা প্রেসিডেন্ট বানাবেন। এগুলো অনেক দূরের ব্যাপার। আমি এখন শুধু বর্তমান দায়িত্ব নিয়েই ব্যস্ত।’
চলতি বছরের মে মাসে সভাপতি হওয়ার পর থেকেই দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে নানা উদ্যোগ নিচ্ছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক। তবে নির্বাচনের ভবিষ্যৎ জটিলতায় না গিয়ে নিজের কাজে মনোযোগী থাকাই এখন তার মূল লক্ষ্য।
