আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়ে বাংলাদেশ সুপার ফোরের দৌড়ে টিকে গেলেও এখনো নিশ্চিত কিছু নয়। তিন ম্যাচ শেষে লিটন দাসদের সংগ্রহ ৪ পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় শঙ্কা কাটছে না। তাই শেষ ভরসা এখন শ্রীলঙ্কার জয়। লঙ্কানরা আফগানিস্তানকে হারাতে পারলেই সুপার ফোরে জায়গা করে নেবে বাংলাদেশ।
পয়েন্ট টেবিলে শ্রীলঙ্কা ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে, নেট রান রেট +১.৫৪৬। বাংলাদেশ সমান পয়েন্ট পেলেও তাদের রান রেট -০.২৭০। আফগানিস্তান ২ ম্যাচ শেষে ২ পয়েন্টে আছে, তবে তাদের নেট রান রেট সবচেয়ে ভালো, +২.১৫০। হংকং এরই মধ্যে বিদায় নিয়েছে প্রতিযোগিতা থেকে।
বাংলাদেশের জন্য সমীকরণ একেবারেই স্পষ্ট-শ্রীলঙ্কাকে জিততেই হবে। যদি ম্যাচ পরিত্যক্ত হয় তাহলেও বাংলাদেশ পরের পর্বে যাবে। কিন্তু আফগানরা জিতলে সবকিছু নির্ভর করবে নেট রান রেটের ওপর, আর সেক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে থাকবে। আফগানিস্তানের জয় মানেই কার্যত টাইগারদের বিদায়।
অন্যদিকে শ্রীলঙ্কার জন্যও চাপ আছে। তারা যদি বড় ব্যবধানে হারে, তাহলেও সমস্যা তৈরি হতে পারে। যেমন, আফগানরা যদি আগে ব্যাট করে ২০০ তোলে, তাহলে শ্রীলঙ্কাকে অন্তত ১২৮ রান করতে হবে। ১৫০ তুললে তাদের ৮৪ রানের বেশি দরকার নেই। অর্থাৎ আফগানরা জিতলেও শ্রীলঙ্কার সম্ভাবনা উজ্জ্বল, আর বাংলাদেশ থাকবে ছিটকে যাওয়ার পথে।
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে টাইগারদের জয়ে সবচেয়ে বড় অবদান ছিল তরুণ তানজিদ তামিমের ব্যাট। তার ৩১ বলে ৫২ রানের ইনিংসে দল তোলে ৫ উইকেটে ১৫৪। জবাবে আফগানরা ১৪৬ রানে অলআউট হয়। মুস্তাফিজুর রহমান নিয়েছেন ৩ উইকেট, নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের শিকার ২টি করে। সেই জয়ই বাংলাদেশকে শেষ মুহূর্তে সুপার ফোরের লড়াইয়ে ফিরিয়েছে।
সব মিলিয়ে, বাংলাদেশের জন্য এখন আর কিছু করার নেই। অপেক্ষা করতে হবে আগামীকালের শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ফলাফলের দিকে।
