ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এভাবে বিদায় নিতে হবে কল্পনাও করিনি: রশিদ খান

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ এএম

এশিয়া কাপে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়ে সুপার ফোরের আগেই বিদায় নিয়েছে আফগানিস্তান। বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া মেনে নিতে পারছেন না দলটির অধিনায়ক রশিদ খান।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ম্যাচ শেষে গণমাধ্যমে হতাশা প্রকাশ করে রশিদ খান বলেন, গত তিন বছর ধরে আমরা অনেক আইসিসি ইভেন্ট এবং এশিয়া কাপ খেলেছি। প্রতিটি টুর্নামেন্টের জন্য আমাদের দুর্দান্ত প্রস্তুতি ছিল। এবারের এশিয়া কাপেও সতীর্থদের কাছ থেকে আমি অনেক বেশি আশা করেছিলাম। সুপার ফোরের আগে এভাবে বিদায় নিতে হবে কল্পনাও করিনি।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলা আফগানিস্তান এবারও অন্তত সুপার ফোরে ওঠার আশা করেছিল। কিন্তু সেটি সম্ভব হয়নি। রশিদের ভাষ্য, এটা নিয়ে আমাদের আরও ভাবতে হবে, বিশ্লেষণ করতে হবে। আমাদের আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে।

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শেষ দুই ওভারে ৪৯ রান তুলে দলকে চ্যালেঞ্জিং অবস্থানে পৌঁছে দেন মোহাম্মদ নবি। এজন্য তাকে প্রশংসায় ভাসান রশিদ খান।

তিনি বলেন, শেষ ওভারে নবি যে কীর্তি গড়েছে তা অবিশ্বাস্য। আমরা যেভাবে ইনিংস শেষ করেছি তা দারুণ ছিল। আমরা জানতাম এক ওভারে স্পিনার আছে, আর সঠিক ব্যাটসম্যান থাকলে বড় রান সম্ভব।

তবে শেষ পর্যন্ত আফগানিস্তানের হার নির্ধারণ করে দেয় বোলিং ব্যর্থতা। আফগান অধিনায়ক বলেন, আমরা যতটা ভালো বল করা উচিত ছিল ততটা ভালো করতে পারিনি। এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে সব বিভাগে ভালো না করলে জয় পাওয়া সম্ভব নয়।

বিশ্লেষকরা যাদের সুপার ফোরের ফেভারিট মনে করেছিলেন, সেই আফগানিস্তান এবারের আসরে ব্যর্থতার গ্লানি নিয়েই দেশে ফিরছে।

NB
আরও পড়ুন