বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন পেসার তাসকিন আহমেদ।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ও শেষ ম্যাচে টি-টোয়েন্টি ক্যারিয়ারে শততম উইকেট পূর্ণ করেন তাসকিন। এ ম্যাচে ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ফলে ৮২ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০২ উইকেটের মালিক এখন তাসকিন।
বাংলাদেশি বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী মোস্তাফিজুর রহমান। তিনি এখন পর্যন্ত মুস্তাফিজ ১১৯ ম্যাচে ১৫১ শিকার করেছেন। তার ঠিক পেছনেই আছেন সাকিব আল হাসান। তিনি ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়েছেন।
এবারের এশিয়া কাপে দুর্দান্ত বোলিং করছেন তাসকিন। তবে টিম কম্বিনেশনের কারণে তাকে একাধিক ম্যাচে একাদশের বাইরেও থাকতে হয়েছে। যদিও বৃহস্পতিবার একাদশে ফিরেই নিজের ঝলক দেখান তিনি।
এশিয়া কাপের ৪১ বছরে ফাইনালে প্রথম মুখোমুখি ভারত-পাকিস্তান