নিউজিল্যান্ডের কাছেও হেরে গেলো বাংলাদেশ

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১০:৪২ পিএম

নারীদের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা ছিল স্বপ্নময়। পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর টাইগ্রেসরা ইংল্যান্ডের বিপক্ষে হেরে ছন্দ হারানোর পর আজ শুক্রবার গৌহাটির মাঠে নিউজিল্যান্ডের কাছে ১০০ রানের বড় ব্যবধানে হারে।

নিউজিল্যান্ড আজ টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রানের সংগ্রহ গড়ে। শুরুতে বাংলাদেশের পেসার মারুফা আক্তারের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিছুটা চাপ সৃষ্টির পর রাবেয়া খান দলের প্রথম আঘাত হানেন। তার ঘূর্ণিতে সাজঘরে ফেরেন জর্জিয়া প্লিমার। একই ওভারে রান আউট হয়ে ফিরে যান অভিজ্ঞ সুজি বেটস।

নিউজিল্যান্ডের ইনিংসের দায়িত্ব নেন অধিনায়ক সোফি ডেভিন ও ব্রুক হালিডে। তারা যথাক্রমে ৬৩ ও ৬৯ রান করে দলকে স্থিতিশীলতা প্রদান করেন।

বাংলাদেশের ব্যাটিংয়ে শুরু থেকে টপ অর্ডার ব্যর্থ হয়। রুবায়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা, সোবহানা মুশতারি ও সুমাইয়া আক্তার দ্রুত ফিরে যাওয়ায় ৩৩ রানে ৬ উইকেট হারায় দল। লোয়ার অর্ডারের দৃঢ়তা না থাকায় ৩৯.৫ ওভারে ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ।

বল হাতে বাংলাদেশের রাবেয়া খান উজ্জ্বল ছিলেন, ৩ উইকেট নেন। এছাড়া ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি, নাহিদা আক্তার ও মারুফা আক্তার প্রত্যেকে একটি করে উইকেট নেন।

এই হারের পর টাইগ্রেসরা ১৩ অক্টোবর বিশাখাপত্তমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবার মাঠে নামবে।

আরও পড়ুন