রোনালদো নটআউট ৯৫০

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৩:০৬ পিএম

৪০ বছর বয়সেও মাঠে তার নিবেদন, উদ্যম ও পারফরম্যান্স প্রমাণ করে দিচ্ছে, বয়স শুধু সংখ্যা মাত্র। বুটজোড়া তুলে রাখার সময় পেরিয়ে গেলেও রোনালদো এখনো দলের জয়ের নায়ক হয়ে চলেছেন। হাজারতম গোলের স্বপ্ন তাড়া করে বেড়ানো এই পর্তুগিজ মহাতারকা এবার পা রাখলেন ৯৫০ গোলের মাইলফলকে।

শনিবার রাতে সৌদি প্রো লিগে আল হাজমকে ২-০ গোলে হারিয়েছে আল নাসর। দলের জয়ের দিনে একবার জালের দেখা পান রোনালদো, যা তাঁর পেশাদার ক্যারিয়ারের ৯৫০তম গোল। অর্থাৎ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এক হাজার গোলের অনন্য কীর্তি গড়তে এখন আর মাত্র ৫০ গোল দূরে সিআরসেভেন।

কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচজুড়ে দাপুটে ফুটবল খেলেছে আল নাসর। প্রতিপক্ষের মাঠে তারা ৬৪ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে এবং গোলমুখে নেয় সাতটি শট। তবে ফিনিশিংয়ের ঘাটতিতে ব্যবধান বড় হয়নি। ম্যাচের ২৫ মিনিটে বাঁ পাশ দিয়ে আয়মান ইয়াহিয়ার ক্রস থেকে নিখুঁত হেডে গোল করে দলকে এগিয়ে নেন জোয়াও ফেলিক্স। এটি ছিল সৌদি প্রো লিগে তার ষষ্ঠ ম্যাচে নবম গোল, যার সুবাদে তিনি শীর্ষ গোলদাতার তালিকায় আলেকসান্দার মিত্রোভিচের পাশে বসেছেন।

প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ নষ্ট হলেও দ্বিতীয়ার্ধে সেই হতাশা ঘোচান রোনালদো। ৮৮তম মিনিটে সতীর্থ ওয়েসলি গাসোভার ক্রসে বাঁ পায়ের শটে গোলরক্ষক ভারেলাকে পরাস্ত করেন তিনি। বলটি মাটিতে লেগে লাফিয়ে উঠে ভারেলার মাথার ওপর দিয়ে জালে জড়ায়। চলতি মৌসুমে এটি রোনালদোর ষষ্ঠ গোল, এবং আল নাসরের হয়ে টানা চার ম্যাচে গোল করার কীর্তিও গড়েছেন তিনি।

আইএফএফএইচএসের পরিসংখ্যান অনুযায়ী, রোনালদোর ক্যারিয়ারে গোল সংখ্যা এখন ৯৫০। তাঁর পরের স্থানে থাকা লিওনেল মেসির গোল ৮৯১, অর্থাৎ পার্থক্য ৫৯ গোল। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এক হাজার গোলের অনন্য রেকর্ড গড়ার সবচেয়ে কাছাকাছি চলে এসেছেন এই পর্তুগিজ সুপারস্টার।

লিগে এ জয়ের মাধ্যমে টানা ছয় ম্যাচে জয় তুলে নিয়েছে আল নাসর। ১৮ পয়েন্ট নিয়ে তারা এখন সৌদি প্রো লিগের শীর্ষে। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল তাইউন, আর ১৪ পয়েন্ট পাওয়া আল হিলাল আছে তৃতীয় স্থানে। ৫ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে আল হাজম।

আরও পড়ুন