ঢাকা
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভূমিকম্পে কাঁপল দেশ, সবার জন্য দোয়া তাসকিনের

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০১:১৭ পিএম

বাংলাদেশজুড়ে শুক্রবার সকালটা অস্বস্তি আর আতঙ্কে শুরু হয় প্রবল ভূমিকম্পে। সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে পুরো দেশ কেঁপে ওঠে, যার প্রাথমিক মাত্রা ধরা হয়েছে ৫ দশমিক ৭। কেন্দ্রস্থল ছিল ঘোড়াশাল বা নরসিংদীর কালিগঞ্জের কাছাকাছি। রাজধানীসহ চারপাশে মানুষ দ্রুত ঘরবাড়ি ছেড়ে ছুটে আসে খোলা জায়গায়। সেই কম্পনের রেশ গিয়ে লাগে চলমান ঢাকা টেস্টেও।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসবক্স দুলে ওঠার পর সাংবাদিকদের মধ্যে সৃষ্টি হয় তীব্র আতঙ্ক। দর্শকেরাও দোতলা গ্যালারি থেকে দ্রুত নিচে নেমে আসেন। মাঠে তখন আয়ারল্যান্ডের ডোহানি ও টেক্টর ব্যাটিং করছিলেন, আর বাংলাদেশ চেষ্টা করছিল জুটি ভাঙার। হঠাৎ থেমে যায় খেলা।

 ধারাভাষ্যকার আতাহার আলী খান ও এইড রেইনসফোর্ড পরিস্থিতির মধ্যে নিচে নেমে দাঁড়িয়ে থাকেন উদ্বেগ নিয়ে। বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স পরে জানান, ড্রেসিংরুমেও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, যার কারণে আয়ারল্যান্ডের খেলোয়াড়দের কেউ কেউ নিরাপত্তা খুঁজে মাঠে চলে এসেছিলেন। কয়েক মিনিটের বিরতি শেষে আবার শুরু হয় ম্যাচ।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দেশের জন্য দোয়া জানিয়ে নিজের অনুভূতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন জাতীয় দলের বাইরে থাকা পেসার তাসকিন আহমেদ। ভূমিকম্পের মুহূর্তটিকে তিনি দেখেছেন মানবজীবনের ক্ষণস্থায়িত্বের স্মরণবাণী হিসেবে। তাসকিন লিখেছেন, ‘এই ভূমিকম্প আমাদের স্মরণ করিয়ে দেয়... দুনিয়া ক্ষণস্থায়ী। আর আশ্রয় একমাত্র আল্লাহর কাছেই। আল্লাহ সবাইকে হেফাজত করুন।’ 

আরও পড়ুন