এফএ কাপের জয়ে স্বস্তিতে ম্যানইউ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৯:৪৪ এএম

ম্যানচেস্টার ইউনাইটেডের চারদিক অস্বস্তিতে ভরপুর। কারাবাও কাপ থেকে ছিটকে গেছে তারা। চাম্পিয়ন্স লিগ থেকেও বাদ। ঘরোয়া লিগেও অবস্থাও নাজুক। অষ্টম স্থানে। এরই মাঝে কিছুটা স্বস্তি এনে দিয়েছে এফএ কাপ। সোমবার (৮ জানুয়ারি) রাতে উইগান অ্যাথলেটিককে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছে ১২ বারের চ্যাম্পিয়নরা। ২-০ গোলে জয় পেয়েছে। দিয়াগো দালোত ও ব্রুনো ফার্নান্দেজ গোল দুটো করেন।

তৃতীয় সারির দল উইগানের বিপক্ষে জয় পেতে অবশ্য খুব বেশি ঝামেলা পোহাতে হয়নি ম্যানইউকে। উভয়ার্ধে একটি করে গোল পায় তারা। তবে অ্যাওয়ে ম্যাচ বলে অস্বস্তিতে ছিলেন কোচ এরিক টেন হাগ। কারণও স্পষ্ট। অ্যাওয়ে ম্যাচে যে জয় ম্যানইউয়ের জন্য সোনার হরিণে রূপ নিয়েছিল।

গত মৌসুমে এফএ কাপের ফাইনাল ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে হেরেছিল ম্যানইউ। তারপর থেকে অ্যাওয়ে ম্যাচ তাদের জন্য একটা আতঙ্ক হয়ে রয়েছে। ১৪ অ্যাওয়ে ম্যাচের আটটিতে হেরেছে তারা।  ফলে এ ম্যাচ নিয়ে আতঙ্কের শেষ ছিল না। প্রথমার্ধে সেই আতঙ্ক কিছুটা হলেও দূর করেন দিয়াগো দালোত। ২২ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন তিনি। ৭৪ মিনিটে পেনাল্টি থেকে ফার্নান্দেস গোল করে দলের নিশ্চিত করেন। অবশ্য ম্যানইউয়ের সামনে বড় ব্যবধানে জয়ের সুযোগ ছিল। কিন্তু সে জন্য পাওয়া সুযোগগুলো কাজে লাগানো দরকার ছিল। সে কাজটা অবশ্য ম্যানইউ ঠিকমতো করতে না পারায় ২-০ গোলে জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

ম্যানইউ প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে ৩৩টি শট নিয়েছে। এর মধ্যে ১৪টি শট ছিল পোস্টে। বিপরীতে উইগান মাত্র ৯টি শট নিতে সমর্থ হয়েছে।

স্বস্তির জয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ বলেন, ‌এফএ কাপে জয়ই সবকিছু। কেননা এটা নক আউট টুর্নামেন্ট। যে কোনো উপায়ে জয় আসল ব্যাপার। আমি ড্রেসিং রুমে খেলোয়াড়দের এটাই বোঝাতে চেয়েছি। টেন হাগ আরও বলেন, ম্যাচে অবশ্যই আমাদের আরো গোল পাওয়া উচিত ছিল। প্রথমার্ধে আমরা পাঁচ থেকে ছয়টি চমৎকার সুযোগ পেয়েছি। কিন্তু আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি।

IL
আরও পড়ুন