মেমফিস ডিপের একমাত্র গোলে সেভিয়াকে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনালে পৌঁছেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বৃহষ্পতিবার (২৫ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হোম ম্যাচে ডিপে ৭৯ মিনিটে একমাত্র গোলটি করেন।
অ্যাটলেটিকো মাদ্রিদ আগে সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে অ্যাথলেতিক বিলবাও, মায়োর্কা ও রিয়াল সোসিয়েদাদ। বিলবাও ৪-২ গোলে বার্সেলোনাকে, মায়োর্কা ৩-২ গোলে লিগ টেবিলে শীর্ষে থাকা জিরোনাকে এবং রিয়াল সোসিয়েদাদ ২-১ গোলে সেল্টা ভিগোকে হারিয়েছিল। সেমিফাইনালে কোন দল কোন দলের বিপক্ষে খেলবে তা এখনো চূড়ান্ত হয়নি। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হবে।
নিজেদের মাঠের খেলায় প্রথমার্ধে স্পষ্ট আধিপত্য নিয়ে খেলেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে গোলের দেখা পায়নি। গোলের সুযোগও পেয়েছে। কিন্তু তা থেকে কোনো সুবিধা আদায় করতে পারেনি। এমনকি পেনাল্টি থেকেও পাওয়া সুযোগও কাজে লাগাতে পারেনি তারা। এ অর্ধে পাওয়া পেনাল্টিটি অ্যান্তোনিও গ্রিজম্যান নষ্ট করেন। শট নেওয়ার সময় পা পিছলে পড়ে যাওয়া সুযোগটি নষ্ট হয়ে যায়।
পেনাল্টি নষ্ট করে যে অস্বস্তিতে ভুগছিলেন ফ্রেঞ্চ এই তারকা দ্বিতীয়ার্ধে তা মুছে ফেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু সতীর্থের অফসাইডের কারণে তার করা গোলটি বাতিল হয়ে যায়। অবশেষে ৭৯ মিনিটে ডিপের গোল মাদ্রিদকে অস্বস্তি থেকে মুক্তি দেয়।
সেভিয়া সমতা আনার দারুণ একটা সম্ভাবনা তৈরি করেছিল। ফাউলের সুবাদে ইনজুরি সময়ে তারা পেনাল্টির দাবি করেছিল। কিন্তু ভিএআর দেখে রেফারি তাদের দাবি উপেক্ষা করে যান।
