মেজর সকার লিগে লুইস সুয়ারেজের হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় রোববার (৫ মে) ভোরে অনুষ্ঠিত ম্যাচে মায়ামি ৬-২ গোলে হারিয়েছে নিউইয়র্ক রেড বুলসকে। সুয়ারেজের হ্যাটট্রিকের পাশাপাশি মাতিয়াস রোজাস করেছেন জোড়া গোল। ম্যাচে মেসির করা গোলের সংখ্যা এক। সতীর্থদের করা পাঁচ গোলেই ছিল মেসির অবদান।
ইন্টার মায়ামি বড় জয় পেলেও ম্যাচে গোলের সূচনা করেছিল সফরকারী নিউইয়র্ক রেড বুলস। ম্যাচের শেষ গোলও করেছে তারা। মায়ামি তাদের সব গোলই পেয়েছে দ্বিতীয়ার্ধে। মাত্র ৩৩ মিনিটের ব্যবধানে তারা ছয় গোল করে। সুয়ারেজ তার হ্যাটট্রিক পূর্ণ করতে সময় নিয়েছেন মাত্র ১৩ মিনিট।
ম্যাচে মেসি দুটো কীর্তিও গড়েছেন। মেজর সকার লিগে এক ম্যাচে সবচেয়ে বেশি গোলে অবদান মেসির। এছাড়া এক ম্যাচে সবচেয়ে বেশি গোলের রূপকার তিনি। ছয় গোলের পাঁচটিতে রূপকার মেসি, একটি গোল নিজে করেছেন। স্বাভাবিকভাবে ম্যাচসেরাও হয়েছেন।
ম্যাচের ত্রিশতম মিনিটে স্বাগতিক দলকে হতবাক করে নিউইয়র্ক রেড বুলসকে এগিয়ে নেন দান্তে ভানজেইর। অনেকটা ভাগ্যের জোরে গোলটি পেয়ে যান ভানজেইর। সতীর্থের নেওয়া শট মায়ামির পোস্টে লেগে ফিরে আসলে সহজে বল জালে জড়িয়ে দেন তিনি। এক গোলে এগিয়ে থেকে রেড বুলস বিরতিতে যায়। কিন্তু বিরতির পর যে এমন ঝড় আসবে তা হয়তো তারা কল্পনাও করতে পারেনি। গোলের বৃষ্টি ঝরিয়েছে ইন্টার মায়ামি।
৪৮ মিনিটে প্রথম গোল করেন মাতিয়াস রোজাস। তার গোলের রেশ কাটতে না কাটতে স্কোরশিটে নাম তোলেন মেসি। ৬২ মিনিটে আবার গোল করেন রোজাস। ছয় মিনিট পরে আবার গোলের দেখা পায় মায়ামি। এবার রোজাস বা মেসি নয়, লুইস সুয়ারেজ মায়ামি সমর্থকদের আনন্দে ভাসান। একে একে আরো দুই গোল করেন সুয়ারেজ। ম্যাচের শেষ মুহুর্তে পেনাল্টি থেকে ব্যবধান কমান এমিল ফোর্সবার্গ।
এ জয়ের ফলে ২৪ পয়েন্ট নিয়ে ইন্টার মায়ামি শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে থাকা এফসি সিনসিনাত্তি থেকে তিন পয়েন্ট এগিয়ে তারা।
