ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এমবাপ্পেকে অলিম্পিকে দেখতে চান ম্যাঁখো

আপডেট : ১২ মে ২০২৪, ০৯:৩৭ এএম

আগামী জুলাইতে শুরু অলিম্পিক। আসরের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট ফুটবল। অলিম্পিক ফুটবল নিয়ে তাই আগ্রহের শেষ নেই। আয়োজক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোও নিজেকে অলিম্পিক ফুটবল থেকে দূরে রাখতে পারেননি। অলিম্পিক ফুটবলে দেশটির সেরা তারকা কিলিয়ান এমবাপ্পেকে দেখতে চান তিনি। শনিবার (১১ মে) তিনি এ কথা জানিয়েছেন।

কিলিয়ান এমবাপ্পে বর্তমানে প্যারিস সেন্ত জার্মেইতে খেলছেন। তবে ফ্রান্সের এ ক্লাবটির সঙ্গে হয়তো তার আর বেশিদিন থাকা হচ্ছে না। প্যারিস সেন্ত জার্মেই ছাড়ার কথা গত শুক্রবার তিনি নিজেই বলেছেন। তার সম্ভাব্য গন্তব্য হয়তো রিয়াল মাদ্রিদ। তবে এ ব্যাপারে এমবাপ্পে পরিস্কার করে কিছু বলেননি।

কিলিয়ান এমবাপ্পের অলিম্পিকে অংশ গ্রহণ সম্পর্কে ম্যাঁখো এক ভিডিও বার্তায় বলেছেন, এমবাপ্পে যেনো অলিম্পিক দলে খেলতে পারে সে ব্যাপার ছাড়া আমি অন্য কিছু বলতে চাই না।

ম্যাঁখো গত মাসেও এমন একটা মন্তব্য করেছিলেন। তখন তিনি বলেছিলেন, ইউরোপিয়ান ক্লাবগুলো এমন ব্যবস্থা নেওয়া উচিত যাতে করে আমরা এই গ্রেট শোতে অংশ নিতে পারি।

গত মার্চ মাসে এমবাপ্পেও অলিম্পিকে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বলেছিলেন, আমি অলিম্পিকে খেলতে চাই, তবে এটা আমার ইচ্ছার ওপর নির্ভর করে না।

এদিকে রিয়াল মাদ্রিদের কোচে কার্লো আনচেলোত্তি এমবাপ্পের রিয়ালে আসা সম্পর্কে বলেছেন, এ বিষয়ে কথা বলার সময় এখন নয়। সামনে আমাদের অনেক কাজ। আমাদের গুরুত্বপূর্ণ খেলা বাকি রয়েছে। আর এমবাপ্পের অলিম্পিকে খেলার ব্যাপারে ফ্রান্সের প্রেসিডেন্ট যা বলেছেন আমি তা নিয়ে কোনো মন্তব্য করতে পারি না। এ ব্যাপারে কথা বলার অধিকার আমার নেই।

SN/AST
আরও পড়ুন