ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইউরো কাপ

হাঙ্গেরিকে হারিয়ে সুইজারল্যান্ডের শুভ সূচনা

আপডেট : ১৫ জুন ২০২৪, ১০:৫৫ পিএম

ইউরো কাপে শুভ সূচনা করেছে সুইজারল্যান্ড। শনিবার (১৫ জুন) 'এ' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তারা হাঙ্গেরিকে ৩-১ গোলে হারিয়েছে। সুইজারল্যান্ডের হয়ে গোল করেছেন কোয়াদো ডুয়াহ, মাইকেল অ্যাবিশচের ও ব্রিল এম্বোলো।

বিরতির আগে সুইজারল্যান্ড ২-০ গোলে এগিয়ে ছিল। অ্যাবিশচের ডিফেন্স চেরা পাস থেকে বল পেয়ে দ্বাদশ মিনিটে কোয়াদো ডুয়াহ গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। প্রথমে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়েছিল। তবে ভিএআর দেখে পরে গোলের বাঁশি বাজানো হয়। জাতীয় দলের হয়ে ডুয়াহ'র এটা প্রথম গোল।

সুইজারল্যান্ডের হয়ে দ্বিতীয় গোলটি করেন মাইকেল অ্যাবিশচের। বিরতির পর ইতালিয়ান কোচ মার্কো রসির প্রশিক্ষণাধীন দল হাঙ্গেরি দারুণভাবে খেলায় ফেরার চেষ্টা করে। ৬৬ মিনিটে বার্নাবাস ভার্গা গোল করে ব্যবধান কমান।

ব্যবধান কমানোর পর একের পর এক চাপ তৈরি করতে থাকে হাঙ্গেরি। কিন্তু গোলের দেখা পাওয়া হচ্ছিল না। বরং খেলার শেষ মুহুর্তে তারা আরও এক গোল হজম করে। ব্রিল এম্বোলো ইনজুরি সময়ে গোল করে সুইজারল্যান্ডের জয় নিশ্চিত করে।

'এ' গ্রুপে স্বাগতিক জার্মানি পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। তারা নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ৫-১ গোলে হারিয়েছিল।

AS
আরও পড়ুন