ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় জার্মানির কাছে হেরে বিদায় নিয়েছে ডেনমার্ক। ২-০ গোলে হেরেছে তারা, যার একটা গোল ছিল পেনাল্টিতে। এ গোল নিয়ে আপত্তি জানিয়েছে ডেনমার্ক। শুধু তাই নয়, তাদের একটা গোল অফসাইডের কারণে বাতিল হয়েছে। সব মিলিয়ে ডেনমার্কের কোচ কাসপার হুলমান্ড ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
জার্মানি তাদের দুই গোল পায় দ্বিতীয়ার্ধে। এ অর্ধের শুরুতে জার্মানির জালে বল ফেলেছিল ডেনমার্ক। কিন্তু ৪৮ মিনিটে জোয়াসিম অ্যান্ডারসনের করা গোল রেফারি মাইকেল ওলিভার ভিএআর দেখে বাতিল করেন। দুই মিনিট পর রেফারি জার্মানিকে পেনাল্টি উপহার দেয়।
ডেভিড রাউমের ক্রস থেকে বল জোয়াসিম অ্যান্ডারসনের হাতে লাগার অপরাধে পেনাল্টি পায় জার্মানি। বিষয়টি ভিএআর দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালে রেফারি ভিএআর দেখেন। ভিএআর কর্মকর্তা স্টুয়ার্ট অ্যাটওয়েল ও ডেভিড কুতে এই অনুরোধ করেছিলেন রেফারিকে।

পেনাল্টি থেকে কাই হাভের্টজ গোল করে জার্মানি ১-০ গোলে এগিয়ে নেন। দুটো সিদ্ধান্ত ডেনমার্কের বিরুদ্ধে গেছে। ফলে কোচ হুলমান্ড ভিএআর ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। হুলমান্ড বলেন, দুটো সিদ্ধান্ত ভিএআর দেখে নেওয়া হয়েছে। অফসাইডের বিষয়ে আমার কাছে ছবি রয়েছে। এক সেন্টিমিটারের ব্যবধান। যেভাবে আমরা ভিএআর এর ব্যবহার করছি তার কোনো মানে হয় না।
হুলমান্ড বলেন, তারপর আসে আমাদের হ্যান্ডবল নিয়ে। জার্মানি পায় পেনাল্টি। হ্যান্ডবলের আইন নিয়ে আমার উম্মাদ হওয়ার অবস্থা। আমি সাধারণত এসব বিষয় নিয়ে কথা বলি না। অ্যান্ডারসন স্বাভাবিক দৌড়াচ্ছিল, সবকিছু স্বাভাবিক ছিল। এক মিটার দূর থেকে বলে আঘাত করেছিল।। কিন্তু এ দুটো সিদ্ধান্ত ম্যাচ নির্ধারক ছিল। আমরা যদি এক গোলে এগিয়ে থাকতাম তাহলে বিবষয়টি ভিন্ন হতে পারতো।
