ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পদত্যাগ করেছেন সালাহউদ্দিন

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১০:১৫ এএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ সালাউদ্দীন। ইতোমধ্যে তিনি  বিসিবিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ।

জানা গেছে, মোহাম্মদ সালাউদ্দীন জাতীয় দলের ব্যাটিং ইউনিটের দায়িত্বও পালন করছিলেন। কিন্তু গত সোমবার বিসিবি পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়, আসন্ন আয়ারল্যান্ড সিরিজে সালাউদ্দীনের পরিবর্তে ব্যাটিং কোচের দায়িত্ব পাবেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এর একদিন পরই নতুন খবর আয়ারল্যান্ড সিরিজ শেষে সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়াবেন সালাউদ্দীন।

বিসিবি সূত্রে জানা গেছে, তিনি ইতোমধ্যেই বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সালাউদ্দিন নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ক্রিকবাজকে বলেছেন, “হ্যাঁ, আমি পদত্যাগ করছি,”- তবে বিস্তারিত কিছু জানাননি।

প্রসঙ্গত, ডেভিড হেম্পের বিদায়ের পর সালাউদ্দিন জাতীয় দলের ব্যাটিং ইউনিটের দায়িত্বে ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দলের দুর্বল পারফরম্যান্সের কারণে তিনি সমালোচনার মুখে পড়েন। ফলে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য বিসিবি মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। এর আগে সালাউদ্দিন ২০২৩ সালের ৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ দিয়েছিলেন। তার সঙ্গে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও এর আগেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

SN
আরও পড়ুন