অলিম্পিক নারী ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন কানাডা। প্যারিস অলিম্পিকেও তারা ফেভারিট। কিন্তু গ্রুপ পর্ব থেকে তাদের ছিটকে যাওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছিল। প্রথম দুই ম্যাচে জয়ের পরও তাদের পয়েন্ট ছিল শূন্য। প্রতিপক্ষের ওপর ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ৬ পয়েন্ট কেটে নেওয়ায় তৈরি হয়েছিল এই পরিস্থিতি। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে ঠিকই কানাডা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। শেষ ম্যাচে কলাম্বিয়া ১-০ গোলে হারিয়েছে তারা। কানাডা কোয়ার্টার ফাইনালে জার্মানির মুখোমুখি হবে।
কলাম্বিয়ার বিপক্ষে জয়ের ম্যাচে ভানেসা জিলেস একমাত্র গোলটি করেন। প্রথম দুই ম্যাচের প্রথমটিতে নিউজিল্যান্ডেকে ২-১ ব্যবধানে এবং দ্বিতীয় ম্যাচে ফ্রান্সকে একই ব্যবধানে হারিয়েছিল।
কলাম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে কানাডা তাদের শাস্তি কমানোর আবেদন জানিয়েছিল। কিন্তু ফিফা তাদের আবেদনে সাড়া দেয়নি। ফলে কানাডার সামনে পথটি কঠিন ছিল। তাদের সামেন সেরা তৃতীয় দলের একটি হয়ে কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ ছিল। কিন্তু কানাডা তৃতীয় হয়ে নয়, গ্রুপ পর্বে রানার্স আপ হয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে।
