ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরকে বিধ্বস্ত করে সৌদি সুপার কাপ জয় করেছে আল হিলাল। পিছিয়ে থাকা অবস্থা থেকে ফিরে তারা ৪-১ গোলে জয় পেয়েছে।
শিরোপা লড়াইয়ের ম্যাচটা দারুণভাবে জমে উঠেছিল। বিশেষ করে প্রথমার্ধের শেষ সময়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে আল নাসর এগিয়ে যাওয়ায় দলটির সমর্থকরা শিরোপা জয়ের নেশায় আনন্দে ভেসে যাচ্ছিল। আবদ এল রহমান গারিবের চমৎকার পাস থেকে পর্তুগিজ তারকা এই গোলটি করেন।
প্রথমার্ধের পাওয়া গোল আল নাসরকে যেনো উজ্জীবিত করে তুলেছিল। দ্বিতীয়ার্ধে সেই প্রমাণ তারা রেখেছিলেন। ম্যাচের নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। কিন্তু এক ঝটকায় সব ওলোট পালোট হয়ে যায়। আল হিলাল একের পর এক আক্রমণ তো বটেই একের পর এক গোল করতে থাকে। সের্জেজ মিলিনকোভিচ সাভিক, আলেকসান্দার মিত্রভিচ ও ম্যালকম স্বল্প সময়ের ব্যবধানে চার গোল করে দলকে এগিয়ে নেন। সাভিক ৫৫ মিনিটে, ৬৩ মিনিটে মিত্রভিচ এবং ৬৯ মিনিটে আবার তিনি গোল করে দলকে এগিয়ে নেন। ৭২ মিনিটে ব্রাজিলিয়ান খেলোয়াড় ম্যালকম গোল করে আল হিলালের শিরোপা জয় নিশ্চিত করেন। একই সঙ্গে আল নাসরকে হতাশ হয়ে মাঠ ছাড়তে বাধ্য করেন।
এবার নিয়ে টানা দ্বিতীয়বারের মতো আল হিলাল এই শিরোপা জয় করেছে। সব মিলিয়া তারা পঞ্চম বারের মতো সুপার কাপ জয় করেছে। শিরোপা সংখ্যা নিজেদেরকে তারা আল নাসর থেকে দুই ধাপ এগিয়ে নিয়েছে।
