সিরি 'আ'

নতুন কোচের অধীনে শুভ সূচনা জুভেন্টাসের

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১০:৫৭ এএম

নতুন কোচ থিয়াগো মোত্তার অধীনে নতুন মৌসুমে দারুণ সূচনা করেছে জুভেন্টাস। সোমবার (১৯ আগস্ট) অ্যালিয়াঞ্জ মাঠে অনুষ্ঠিত খেলায় তারা নতুন দল কোমোকে ৩-০ গোলে হারিয়েছে। স্যামুয়েল মানগুলা, তিমোথি উইয়াহ ও আন্দ্রে ক্যাম্বিয়াসো গোল তিনটি করেন। স্যামুয়েল মানগুলা ও তিমোথি উইয়াহ প্রথমার্ধে স্কোরশিটে নাম লেখান। ক্যাম্বিয়াসো ম্যাচের শেষ সময়ে তাদের সঙ্গী হন।

মোত্তার অধীনে নিজেদের নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করছে জুভেন্টাস। গত চার বছর লিগ শিরোপা জুভেন্টাসের জন্য সোনার হরিণ হয়ে দেখা দিয়েছে। গত মৌসুমে বোলোনিয়াকে চ্যাম্পিয়ন্স লিগে পৌঁছে দেওয়া মোত্তার হাতে সে কারণেই দলের দায়িত্ব তুলে দিয়েছে জুভেন্টাস।

প্রথম ম্যাচ শেষে কোচ মোত্তা দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি খেলোয়াড়দের পারফরম্যান্স ও ফলাফলে সন্তুষ্ট। আমরা যোগ্য দল হিসেবে জয় পেয়েছি। বেশ কিছু সমস্যাও আমার চোখে পড়েছে। আমরা সে সব সমস্যা দূর করে উন্নতি করতে পারবো।

গত মৌসুমে জুভেন্টাস সিরি আতে তৃতীয় হয়ে মৌসুম শেষ করেছিল। তাদের উপরে ছিল ইন্টার মিলান ও এসি মিলান। আগামী ২৬ আগস্ট তারা দ্বিতীয় ম্যাচে হেলাস ভেরোনার মুখোমুখি হবে। একইদিন কোমো খেলবে ক্যালিয়ারির বিপক্ষে।

AHA/FI
আরও পড়ুন