লা লিগায় মৌসুম প্রথম ম্যাচটা অস্বস্তিতে কেটেছে অ্যাতলেতিকো মাদ্রিদের। সোমবার (১৯ আগস্ট) রাতে অনুষ্ঠিত অ্যাওয়ে ম্যাচে দুইবার পিছিয়ে পড়ে ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে।
দিয়েগো সিমিওনের প্রশিক্ষণাধীন দলটির শুরুটা ছিল স্বস্তিদায়ক। কিন্তু রেইনিলদো মানদাভার করা গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। গোল বাতিল হলেও দমে যায়নি তারা। একের পর এক আক্রমণ তৈরি করেছে। কিন্তু ভিয়ারিয়ালের গোলরক্ষক দিয়গো আলকোয়াদো তাদের জন্য চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন।
অ্যাতলেতিকো মাদ্রিদের একের পর এক আক্রমণে দমে যায়নি ভিয়ারিয়াল। বরং ম্যাচের প্রথম গোলের দেখা পায় তারা। আলকোয়াদার কাছ থেকে বল পেয়ে আরাউন্ট ডানজুমা অ্যাতলেতিকোর গোলরক্ষক অ্যাক্সেল উইটসেলকে পরাভূত করেন। ডানজুমার করা ১৮ মিনিটে গোলে পিছিয়ে পড়লেও অ্যাতলেতিকো ম্যাচে ফিরতে মোটেও দেরি করেনি। দুই মিনিট পরই মার্কোস লোরেন্তোর গোলে তারা সমতায় ফেরে।
কয়েক মিনিট পরই ভিয়ারিয়াল আবার ব্যবধানে গড়ে নেয়। দুর্ভাগ্য অ্যাতলেতিকোর, দুর্ভাগ্য গোলরক্ষক ইয়ান ওবলাকের। লিনোর শট পোস্টে লেগে ফিরে আসার সময় ওবলাকের গায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। এবারও ম্যাচে ফিরতে সময় নেয়নি অ্যাতলেতিকো। বিরতির আগে ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে আলেক্সান্দার সোরিয়োথ গোল করে সমতা ফিরিয়ে আনেন। ম্যাচে আর কোনো গোল হয়নি।
