ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

লিগস কাপ

ইন্টার মায়ামিকে হারানো কলম্বাস এখন ফাইনালে

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৮:৩৯ এএম

যুক্তরাষ্ট্রের লিগস কাপে অপ্রতিরোধ্য গতিতে শিরোপার দিকে এগিয়ে চলেছে কলম্বাস ক্রু। এরই মধ্যে দলটি শিরোপা জয়ের শেষ ধাপে পৌঁছে গেছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৩-১ গোলে হারিয়ে তারা ফাইনালে উঠেছে। কলোরোডা র‌্যাপিড ও লস অ্যাঞ্জেলস এফসির মধ্যে জয়ী দলের বিপক্ষে তারা শিরোপা জয়ের দৌড়ে নামবে। ২৫ আগষ্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

রাউন্ড সিক্সটিনে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল কলম্বাস ক্রু। ৩-২ গোলে জয় পেয়েছিল তারা। কোয়ার্টার ফাইনালে তাদেরকে কঠিন পরীক্ষায় ফেলেছিল নিউইয়র্ক সিটি এফসি। নির্ধারিত সময়ের খেলা ১-১ অমীমাংসিত হওয়া ম্যাচে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পেয়েছিল কলম্বাস ক্রু।

এদিনের ম্যাচে ফিলাডেলফিয়ার বিপক্ষে সহজ জয় পেয়েছে বলাই যায়। ডিয়াগো রসি করেছেন জোড়া গোল। কুচো হার্নান্দেজ অন্য গোলটি করেন। ফিলাডেলফিয়ার হয়ে ব্যবধান কমান ড্যানিয়ে গ্যাজডেগ।

রসি দ্বাদশ মিনিটে প্রথম গোলটি করার পর ফিলাডেলফিয়া দারুণভাবে ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল। ৩২ মিনিটে তারা সমতাসূচক গোলটি করে। তবে এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। রসি বিরতির দুই মিনিট আগে আবার ব্যবধান বাড়িয়ে নেন। আর ৫৩ মিনিটে সমর্থকদের মধ্যে কোনো অস্বস্তি রাখেননি হার্নান্দেজ।

MB/FI
আরও পড়ুন