জুভেন্টাসের টানা দ্বিতীয় জয়

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৮:৪২ এএম

সিরি 'আ'তে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সাবেক চ্যাম্পিয়ন জুভেন্টাস। সোমবার রাতে অনুষ্ঠিত অ্যাওয়ে ম্যাচে তারা ভেরোনাকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। ডুসান ভ্লাহোভিচে জোড়া গোলের নিকোলা সাভোনো করেন অন্য গোলটি। এবারের মৌসুমে জুভেন্টাস একমাত্র দল যারা শতভাগ জয় ধরে রেখেছে।

নতুন কোচ থিয়াগো মোতার অধীনে দুই ম্যাচে দুই জয় জুভেন্টাসের। ভবিষ্যতে কি হবে সেটা বলার সময় এখনো আসেনি। তবে তার হাত ধরে জুভেন্টাসে একটা পরিবর্তন এসেছে তা পরিষ্কার। তরুণদের মধ্যে সেরাটা বের করে আনার কাজটা দারুণ দক্ষতায় কাজ করে যাচ্ছেন।

জুভেন্টাসের অবস্থা বেশ নাজুক ছিল। অ্যাওয়েতে জয় তাদের কাছে সোনার হরিণে রূপ নিয়েছিল। ভেরোনাকে হারানোর মাঝ দিয়ে সেই সীমাবদ্ধতা থেকে তারা বেরিয়ে এসেছে। অ্যাওয়েতে তাদের খেলা আট ম্যাচে এটা তাদের প্রথম জয়। এ ম্যাচে অবশ্য প্রথমার্ধেই তাদের জয় নিশ্চিত হয়েছিল। ২৮ মিনিটে ডুসানের গোলে এগিয়ে যাওয়ার পর ৩৯ মিনিটে নিকোলা সাভোনা গোল করে ব্যবধান বাড়ান।

বিরতির পর যখন জুভেন্টাস মাঠে আসে তখন তাদের সামনে পুরো ছয় পয়েন্ট পাওয়ার স্বপ্ন। সেই স্বপ্নে যদি কোনো সন্দেহ থেকে থাকে ডুসান তা থাকতে দেননি। বিরতির পর ষষ্ঠ মিনিটে ডুসান তার দ্বিতীয় গোল করেন। পেনাল্টি থেকে এ গোলটি করেন তিনি। পেনাল্টি থেকে গোল পাওয়ার শটে ডুসান কোনো দ্বিধা রাখেননি। গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে তিনি সহজেই বল জালে জড়িয়ে দেন।

এ জয়ের ফলে দুই জয় থেকে পূর্ণ ছয় পয়েন্ট পেয়েছে জুভেন্টাস। পরবর্তী ম্যাচে তারা ড্যানিয়েল ডি রসির প্রশিক্ষণাধীন দল রোমার মুখোমুখি হবে। রোমা অবশ্য এখনো এবারের লিগে জয়ের মুখ দেখেনি।

AHA/FI
আরও পড়ুন