ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিশ্বকাপ বাছাই

রদ্রিগুয়েজের দুই কীর্তিতে আর্জেন্টিনাকে হারালো কলাম্বিয়া

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৫ এএম

প্রতিশোধের একটা মিশন তা ছিলই। গত জুলাইয়ে এই আর্জেন্টিনার কাছে হেরে কোপা আমেরিকা জয় থেকে বঞ্চিত হয়েছিল কলাম্বিয়া। সে সময় থেকে প্রতিশোধের নেশায় জ্বলছিল দলটি। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে সুযোগ পেয়েই সেই মিশনটা শেষ করেছে কলাম্বিয়া। লিওনেল স্ক্যালোনির দলকে ২-১ গোলে হারিয়েছে। নিজেদের মাঠের খেলায় উভয়ার্ধে একটা করে গোল করে স্বাগতিক দল। ইয়ারসন মসকুয়েরা ও হামেস রদ্রিগুয়েজ কলাম্বিয়ার হয়ে গোল করেছেন। আর্জেন্টিনার হয়ে গোল করেছেন নিকোলাস গঞ্জালেস।

বিশ্বকাপ বাছাই পর্বে আট ম্যাচে এটা নিয়ে দ্বিতীয়বারের মতো হারের স্বাদ নিতে হলো আর্জেন্টিনাকে। তবে আট ম্যাচ থেকে ১৮ পয়েন্ট নিয়ে দলটি এখনো পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। সমান ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে কলাম্বিয়া উঠে এসেছে দ্বিতীয় স্থানে। বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে একমাত্র অপরাজিত দল তারা। আট ম্যাচে কোনো হার নেই। চারটি করে ম্যাচে জয় ও ড্র। আর্জেন্টিনার কোনো ড্র নেই, ছয় জয় দুই হার।

গত জুলাইতে কলাম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা জয় করেছিল আর্জেন্টিনা। সব মিলিয়ে এবারের কোপা জয়ের মাঝ দিয়ে সবচেয়ে বেশিবার কোপা জয়ের কীর্তিও গড়ে লিওনেল মেসিরা। কোপা আমেরিকার পর এটাই ছিল কলাম্বিয়া ও আর্জেন্টিনার প্রথম ম্যাচ। ২০১৯ সালের পর আর্জেন্টিনাকে কখনো হারাতে পারেনি কলাম্বিয়া। এবার নিজেদের মাঠে পেয়ে সেই সীমা থেকেও বের হয়ে আসলো স্বাগতিকরা।

ম্যাচের ২৫ মিনিটে মসকুয়েরার গোলে কলাম্বিয়া এগিয়ে যায়। বিরতির পরপরই অসাধারণ এক গোলে আর্জেন্টিনাকে খেলায় ফেরান নিকোলাস গঞ্জালেস। আর ৬০ মিনিটে পেনাল্টি থেকে হামেস রদ্রিগুয়েজ গোল করে কলাম্বিয়াকে জয় এনে দেন।

কলাম্বিয়ার প্রথম গোলের রূপকার ছিলেন হামেস রদ্রিগুয়েজ। এই গোলের রূপকার হওয়ার মাঝ দিয়ে একটা কীর্তিও গড়েছেন তিনি। বিশ্বকাপ বাছাইয়ে কলাম্বিয়ার হয়ে সবচেয়ে বেশি গোলের রূপকার হয়েছেন। তবে এককভাবে নয়, তার সঙ্গে রয়েছেন সাবেক তারকা কার্লোস ভালদারেমা। উভয়ে ১১টি করে গোলের রূপকার হয়েছেন। ৬০ মিনিটে গোল করার মাঝ দিয়ে রদ্রিগুয়েজ আরও একটা কীর্তি স্পর্শ করেছেন। বিশ্বকাপ বাছাইয়ে এটা নিয়ে তার গোলের সংখ্যা ১৩। সমান গোল রয়েছে ফালকাও গার্সিয়ার।

AHA/WA
আরও পড়ুন