ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ

ইরাকের আল শর্তার সঙ্গে আল নাসরের ড্র

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৯ এএম

ড্র-দিয়ে শুরু হয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল নাসরের মিশন। সৌদি ক্লাবটি ইরাকের আল শর্তার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।

দুর্ভাগ্য আল নাসরের। ম্যাচের শুরুতে গোল করে তারা গোল ধরে রাখতে পারেনি। ইরাকে অনুষ্ঠিত এ ম্যাচের ১৪ মিনিটে আল নাসর সুলতান আল ঘান্নামের গোলে এগিয়ে যায়। দশ মিনিট পর মোহাম্মদ দাউদ গোল পরিশোধ করে আল শর্তাকে ম্যাচে ফিরিয়ে আনেন। ২৪ মিনিটের মধ্যে উভয় দল একটি করে গোল করলেও পরবর্তীতে আর কোনো দল গোলের দেখা পায়নি। আল নাসর একচ্ছত্র আধিপত্য করে খেললেও আল শর্তার রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি। পুরো ম্যাচের প্রায় ৬০ শতাংশ সময় আল নাসর ম্যাচে আধিপত্য করেছে।

আল নাসরকে অবশ্য এ ম্যাচে তাদের সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই মাঠে নামতে হয়েছে। অসুস্থতার কারণে তিনি দলের সঙ্গে ইরাক সফরে আসতে পারেননি।

এদিন অনুষ্ঠিত এএফসি চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে ইরানের ইস্তেঘলাল ৩-০ গোলে কাতারের আল ঘারাফাকে, সৌদি আরবের আল আহলি ইরানের প্রেসেপোলিসকে ১-০ গোলে হারিয়েছে। আরব আমিরাতের আল আইন ও কাতারের আল সাদের মধ্যেকার খেলা ১-১ গোলে ড্র হয়েছে।

AHA/FI
আরও পড়ুন