ম্যাচের দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন বেশি নিয়ে খেলেছে ম্যানচেস্টার সিটি। তারপরও আর্সেনালের বিপক্ষে লজ্জায় ডুবেছে বর্তমান চ্যাম্পিয়নরা। রক্ষা পেয়েছে নিশ্চিত হার থেকে। ৯৮ মিনিটে জন স্টোনসের গোলে কোনোমতো হার এড়িয়েছে ম্যানসিটি। রোববার (২২ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত ম্যাচে ২-২ গোলে ড্র হয়েছে।
আর্সেনালের বিপক্ষে এ ড্র'র ফলে ম্যানচেস্টার সিটির জয়ের দৌড়ে দাড়ি পড়ে গেল। এ ম্যাচের আগে মৌসুমের প্রথম পাঁচ ম্যাচেই তারা জয় নিয়ে মাঠ ছেড়েছে। পাঁচ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে। তবে শেষ মুহূর্তের গোল হজম আর্সেনালকে শীর্ষে ওঠার সুযোগটা নষ্ট করে দিয়েছে ১১ পয়েন্ট নিয়ে তারা চতুর্থ স্থানে। সমান ১২ পয়েন্ট নিয়ে লিভারপুল ও অ্যাস্টন ভিলা যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে।
দুর্ভাগ্য আর্সেনালের। ইত্তিহাদ স্টেডিয়ামে জয়টা তাদের কাছে সোনার হরিণে রূপ নিয়েছে। সেই ২০১৫ সালে ইত্তিহাদে তারা শেষবার জয়ের দেখা পেয়েছিল। এবার সেই জয়খরা ঘোচানোর সুযোগ পেয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তা হাতছাড়া হয়ে যায়।
ম্যাচের শুরুতেই আর্লিং হালান্ড গোল করে ম্যানসিটিকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। মৌসুমে এটা ছিল হালান্ডের দশম গোল। একই সঙ্গে ক্লাবের হয়ে শততম গোল। কিন্তু এ উৎসব বেশিক্ষণ স্থায়ী হয়নি ম্যানসিটির। ২২ মিনিটে রিকার্ডো কালাফিওরি গোল করে সমতায় ফেরান। শুধু তাই নয়, বিরতির আগেই গ্যাব্রিয়েল মাগালহাইস গোল করে আর্সেনালকে এগিয়ে নেন। তবে তাদের এই গোলের স্বস্তিটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিরতির বাঁশি বাজার আগ মুহূর্তে লিনদ্রো টোসার্ড লাল কার্ড দেখে বহিষ্কৃত হন। ফলে দ্বিতীয়ার্ধের পুরোটা সময়তাদের একজন কম নিয়ে খেলতে হয়েছে।
