লা লিগায় কষ্টার্জিত এক জয়ের দেখা পেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত ম্যাচে তারা অ্যাওয়ে ম্যাচে সেল্টা ভিগোকে ১-০ গোলে হারিয়েছে। হুলিয়ান আলভারেজ করেছেন গোলটি। ম্যাচের অন্তিম মুহূর্তে তার করা এ গোলের সুবাদে অ্যাতলেতিকো মাদ্রিদ চতুর্থ জয়ের দেখা পেয়েছে।
এ জয়ের ফলে অ্যাতলেতিকো মাদ্রিদ পয়েন্ট টেবিলে তৃতীয় স্থান ধরে রেখেছে। সাত ম্যাচ শেষে চার জয়ে তাদের পয়েন্ট ১৫। ২১ পয়েন্টে নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১৭ পয়েন্ট নিয়ে তাদের অনুসরণ করে চলেছে রিয়াল মাদ্রিদ।
অ্যাতলেতিকো মাদ্রিদ আগের ম্যাচ ড্র করে পয়েন্ট হারিয়েছ। এ ম্যাচে ড্র করার শঙ্কা তৈরি হয়েছিল। ম্যাচের প্রায় শেষ বাঁশি বাজতে চলেছিল তখনও তাদের গোলের খাতা শূন্য। অবশেষে ৯০ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ অচলায়তন ভাঙ্গেন। অ্যাতলেতিকোর হয়ে এটা তার দ্বিতীয় গোল।
ম্যাচ শেষে আলভারেজ বলেন, আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ জয়। যাহোক ধীরে ধীরে আমরা মাঠে আমাদের অবস্থার উন্নতি করছি। এই গোল আমার আত্মবিশ্বাস বাড়াবে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে দলের প্রতি অবদান রাখতে পারছি।
