ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দুই ম্যাচের জন্য নিষিদ্ধ মার্টিনেজ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৯ পিএম

বিশ্বকাপ বাছাই পর্বে পরবর্তী দুই ম্যাচে গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজকে পাচ্ছে না আর্জেন্টিনা। ফিফা ডিসিপ্লিনারি কমিটি তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। ফেয়ার প্লের নীতি ভঙ্গ করায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।

শাস্তির ফলে আগামী ১০ ও ১৫ অক্টোবর বিশ্বকাপের বাছাই পর্বে মার্টিনেজ খেলতে পারবেন না। এই দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে থাকছে ভেনেজুয়েলা ও বলিভিয়া।

কোপা আমেরিকার শিরোপা উৎসবে মার্টিনেজের বিপক্ষে ফেয়ার প্লে নীতি ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। কোপা আমেরিকার শিরোপা জয়ের পর তোর শিরোপা ধরার ধরণকেই ফেয়ার প্লের নীতি বিরুদ্ধ মনে করেছে। অবশ্য বিশ্বকাপ জয়ের পর নিজের ব্যক্তিগত ট্রফিও একইভাবে ধরেছিলেন মার্টিনেজ। সেবার মাফ পেলেও এবার আর মাফ পাচ্ছেন না মার্টিনেজ।

এখানেই শেষ নয়, বিশ্বকাপ বাছাই পর্বে কলাম্বিয়ার বিপক্ষে হারের পর শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্যও শাস্তি পেয়েছেন। ম্যাচ হারের তিনি একজন ক্যামেরাম্যানের সঙ্গে বাজে আচরণ করেছিলেন। তাকে ধাক্কা দিয়েছিলেন।

AHA/FI
আরও পড়ুন