দুর্ভাগ্য রিয়াল মাদ্রিদের আর সৌভাগ্য বলা যায় অ্যাতলেতিকো মাদ্রিদের। দুর্ভাগ্য আর সৌভাগ্য মিলে দুই মাদ্রিদের ভান্ডারে জমা হয়েছে একটা করে পয়েন্ট। অর্থাৎ রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত মাদ্রিদ ডার্বিতে কেউ জয় পায়নি। অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
পয়েন্ট ভাগাভাগির ফলে পয়েন্ট টেবিলে দুই মাদ্রিদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। রিয়াল মাদ্রিদ ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর তৃতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ১৬। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
রিয়াল মাদ্রিদের দুর্ভাগ্য নিশ্চিত জয় থেকে বঞ্চিত হয়েছে তারা। আর অ্যাতলেতিকো ঠিক বিপরীত অবস্থানে। নিশ্চিত হার থেকে রেহাই পেয়েছে। গোলশূন্য প্রথমার্ধের পর ৬৪ মিনিটে এদের মিলিতাওয়ের গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। অপেক্ষা শুধু শেষ বাঁশি বাজার। নির্ধারিত ৯০ মিনিট শেষ। চলছে ইনজুরি সময়ের খেলা। আর তখনই কপাল পুড়লো রিয়াল মাদ্রিদের।
রিয়াল মাদ্রিদ গোল পাওয়ার পর খেলা পরিত্যক্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। গোল হজম মোটেও সহ্য করতে পারেনি স্বাগতিক সমর্থকরা। ফলে গোলের পরপরই তারা মাঠে বিভিন্ন দ্রব্য ছুঁড়ে খেলা নষ্ট করার চেষ্টা চালায়। খেলা বন্ধ থাকে পাঁচ মিনিট। রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যায়। তারা ফিরে এসে খেলা শুরু হতে ২০ মিনিট সময় পার হয়ে যায়। এর মধ্যে অ্যাতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়রা নিজেদের বেশ ভালোভাবে গুছিয়ে নেয়। যার প্রমাণ তারা মাঠে রাখতে শুরু করে। একের পর এক আক্রমণে তারা রিয়াল মাদ্রিদকে ব্যতিব্যস্ত করে তোলে। ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে গোলও পায় তারা। অ্যাঞ্জেল কোরে করেন গোলটি।
গোলের পাশাপাশি অ্যাতলেতিকো মাদ্রিদের দুঃখও কম নয়। গোল করার কয়েক মিনিট পার তাদের মার্কোস লোরেন্তে লাল কার্ড দেখেন।
