ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সিরি আ

নাপোলি ধরে রেখেছে শীর্ষস্থান

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১১:০০ এএম

সিরি আ-তে দাপট অব্যাহত রেখেছে নাপোলি। শুক্রবার (৪ অক্টোবর) রাতে কোমোকে হারিয়েছে তারা। নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলা ৩-১ গোলে জয় পায়।

লিগে সপ্তম ম্যাচে এটা নাপোলির পঞ্চম জয়। এ জয়ের ফলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। তাদের অনুসরণ করে চলেছে জুভেন্টাস। দলটির পয়েন্ট ১২। তবে একটি ম্যাচ কম খেলেছে তারা। এরপরে রয়েছে এসি মিলান, ইন্টার মিলান ও তুরিনো। তিনটি দলেরই পয়েন্ট ১১। তারাও জুভেন্টাসের মতো নাপোলির চেয়ে একটা ম্যাচ কম খেলেছে।

কোমোর বিপক্ষে জয়ে নাপোলির হয়ে গোল করেছেন স্কট ম্যাক টমিনে, রোমেলু লুকাকু ও ডেডিভ নেরেস।

ম্যাচ শুরু হতে না হতেই নাপোলির সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন স্কট ম্যাক টমিনে। ম্যাচের বয়স তখনো মিনিট পার হয়নি। ঘড়ির কাটা মিনিট পার হওয়ার আগে টমিনের গোলে নাপোলি এগিয়ে যায়। লুকাকুর পাস থেকে বল পেয়েই কোমোর বিপদসীমার বাইরে থেকে তার নেওয়া প্রচণ্ড গতির শট জাল কাঁপিয়ে দেয়।

শুরুতেই গোল হজম করলেও দমে যায়নি কোমো। বরং একের পর এক আক্রমণ রচনা করে তারা নাপোলি শিবিরে আতঙ্ক ছড়ায়। একবার নিকো পাজের শট দিকভ্রষ্ট হওয়ায় নাপোলি গোল হজম থেকে রক্ষা পায়। তবে গোল না পাওয়ার আগ পর্যন্ত তারা লড়াই ছাড়েনি। বিরতির আগেই গ্যাব্রিয়েল স্ট্রেফেজার গোলে তারা সমতায় আনে।

তবে বিরতির পর পেনাল্টি গোল কোমোকে থমকে দেয়। ৫৩ মিনিটে রোমেলু লুকাকু পেনাল্টি থেকে গোল করেন। আর ৮৬ মিনিটে ডেভিড নেরেসের গোল নাপোলির জয় নিশ্চিত করে।

AHA/FI
আরও পড়ুন