বিশ্বকাপ বাছাই ফুটবলে এশিয়া অঞ্চলের খেলায় ইরাকে সাফল্য অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে তারা প্যালেস্টাইনকে ১-০ গোলে হারিয়েছে। আয়মেন হুসেন ৩১ মিনিটে একমাত্র গোলটি করেন। একচ্ছত্র আধিপত্য থাকলেও ইরাক একটির বেশি গোল পায়নি।
'বি' গ্রুপের খেলায় তিন ম্যাচ থেকে ইরাকের অর্জন ৭ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে গ্রুপে দক্ষিণ কোরিয়া নেতৃত্ব দিচ্ছে। গোল পার্থক্যে এগিয়ে তারা।
একমাত্র গোলের আগে ইরাক একের পর এক প্যালেস্টাইন সীমানায় আক্রমণ করেছে। পরপর তিনটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। বিপরীতি প্যালেস্টাইন কোনো আক্রমণ করতে পারেনি। অবশেষে ৩১ মিনিটে ইরাক ব্যবধান গড়ে নেয়। গোলের পরও ইরাকের আক্রমণ অব্যাহত থাকলেও গোলের দেখা পায়নি। এ সময় প্যালেস্টাইন সমতা ফিরিয়ে আনলে অবাক হওয়ার কিছু ছিল না। কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারেনি।
আরও আক্রমণাত্মক হওয়ার জন্য প্যালেস্টাইন দুটো পরিবর্তন আনে। গোলের সুযোগও পেয়েছিল। কিন্তু তারা সুযোগ কাজে লাগাতে পারেনি। অন্যদিকে খেলার সময় যতই শেষ দিকে যেতে থাকে স্বাগতিক দলের উৎসব ততই বাড়তে থাকে।
এ জয়ের ফলে প্যালেস্টাইনের বিপক্ষে ইরাকের সাফল্য অব্যাহত থাকলো। এ পর্যন্ত উভয় দল ১৪বার মুখোমুখি হয়েছে। ইরাক ১২বার জয় পেয়েছে। দুই ম্যাচ ড্র হয়েছে।
