চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। সেই দুই দল এবার টুর্নামেন্টের শুরুতেই মুখোমুখি হচ্ছে। নতুন ফরম্যাটের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত একটায় বরুশিয়া ডর্টমুন্ডকে আতিথেয়তা দেবে রিয়াল মাদ্রিদ।
গত জুনেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। নিজেদের মাঠে অনুষ্ঠিত ফাইনালে সফরকারী রিয়াল মাদ্রিদকে বেশ কঠিন পরীক্ষায় ফেলেছিল। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ২-০ গোলে জয় পেলেও ম্যাচ বরুশিয়া ডর্টমুন্ড জয় পেলে অবাক হওয়ার কিছু ছিল না। বিশেষ করে প্রথমার্ধে তারা রিয়াল মাদ্রিদকে নাস্তানাবুদ করে ছেড়েছিল। শেষ মুহুর্তে দানি কারভাহাল ও ভিনিসিয়াস জুনিয়র শেষ মুহুর্তে গোল দুটো করেছিলেন।
বরুশিয়া ডর্টমুন্ডের কোচ নুরি শাহিন রিয়াল মাদ্রিদের বিপক্ষে তার দলকে মানসিকভাবে শক্তিশালী মনে করেন না। বিশেষ করে রিয়াল মাদ্রিদের মাঠে ডর্টমুন্ড মানসিকভাবে দুর্বল থাকে। এ ম্যাচে জয় পেতে আমাদের যেমন মানসিক শক্তি দরকার তেমনি দরকার আত্মবিশ্বাস।
নুরি শাহিন যাই বলুক না কেন, এবারের টুর্নামেন্টের ফলাফলের বিচারে আজ বরুশিয়া ডর্টমুন্ড সুবিধাজনক অবস্থায় রয়েছে। দুই ম্যাচে শতভাগ জয় তাদের। শুধু তাই নয়, পয়েন্ট টেবিলে তারা নেতৃত্ব দিয়ে চলেছে। আর রিয়াল মাদ্রিদ দুই ম্যাচের একটিতে জয় একটি হার।
তাছাড়া বরুশিয়া ডর্টমুন্ডের সামনে আজ গত ফাইনালের প্রতিশোধ নেওয়ার সুযোগ। তাছাড়া নুরি শাহেনের একটা ক্ষোভও রয়েছে রিয়ালের প্রতি। ২০১১ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন নুরি শাহিন। কিন্তু এক বছর পর তাকে ধারে লিভারপুলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ২০১৩ সালে তিনি আবার ডর্টমুন্ডে ফিরে আসেন। প্রাথমিকভাবে তিনি ধারে ডর্টমুন্ডে এসেছিলেন। পরের বছর অর্থাৎ ২০১৪ সালে স্থায়ীভাবে চুক্তি হয় নুরি শাহিনের।
