সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগেই সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে সেমিফাইনালের প্রতিপক্ষ কে হচ্ছে তা জানার অপেক্ষায় থাকতে হয়েছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ ভুটানকে পেয়েছে। ভুটান ‘বি’ গ্রুপের রানার্স আপ হয়েছে। অন্যদিকে বাংলাদেশ ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছিল।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক নেপাল শ্রীলঙ্কার বিপক্ষে গোল বন্যা বইয়ে দিয়েছে। ৪৭ মিনিটে দলটি ৫-০ গোলে এগিয়ে গিয়েছিল। সেমিফাইনালে যাওয়ার জন্য এই ব্যবধান যথেষ্ট ছিল। কিন্তু আরো একটা গোলের জন্য মরিয়া হয়ে পড়েছিল নেপাল। কেননা বাংলাদেশকে এড়াতে নেপালকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হতো। আর এ জন্য তাদের আরো একটা গোলের প্রয়োজন ছিল। কিন্তু সেই গোল আর আসছিল না। অবশেষে ইনজুরি সময়ে নেপাল তাদের ষষ্ঠ গোল পায়। নিশ্চিত হয় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। আর তাতেই তারা সেমিতে বাংলাদেশকে এড়াতে পারে।
নেপাল ও ভুটান গ্রুপ পর্বে ১৭ গোল করেছে। ভুটান একটা গোল হজম করেছে। নেপালের গোলপোস্ট এখনো অক্ষত।
নেপাল সেমিফাইনালে ভারতের মোকাবেলা করবে। দুটো সেমিফাইনাল ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। দিনের প্রথম সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ ও ভুটান। নেপাল-ভারত ম্যাচটি পরে মাঠে গড়াবে।
