ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আমস্টারডামে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলা

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৩১ পিএম

আমস্টারডামে হামলা ও মারধরের শিকার হয়েছেন ইসরায়েলি ফুটবল ভক্তরা। শুক্রবার ডাচ সরকার এই ঘটনাকে ‘ইসরায়েলি নাগরিকদের ওপর ইহুদি-বিদ্বেষী হামলা’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) এ তথ্য জানায় এএফপি।

ইউরোপা লিগের এই খেলায় নেদারল্যান্ডের স্থানীয় দল অ্যাজাক্স ৫-০ ব্যবধানে জয়ী হয়।

নেদারল্যান্ডসের পুলিশের মুখপাত্র জানান, এ ঘটনার জেরে ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হতাহতের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কফ এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েলিদের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষী হামলার ঘটনাটি একেবারেই গ্রহণযোগ্য নয়।

তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন বলে জানান। স্কফ তাকে আশ্বস্ত করে বলেন, দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে বিচার করা হবে।

এই ঘটনার পর ইসরায়েলি সমর্থকদের দেশে ফিরিয়ে আনার জন্য জরুরি উদ্ধার উড়োজাহাজ পাঠানোর নির্দেশ দেন দেশটির নেতানিয়াহু। সূত্র: এএফপি

 

 

AS
আরও পড়ুন