ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফিফা র‍্যাঙ্কিংয়ে কপাল পুড়ল ভারতের, বাংলাদেশের উন্নতি 

সাফের ফাইনালে বাংলাদেশের কাছে হারা নেপাল র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ পিছিয়েছে। তাদের বর্তমান অবস্থান ১০৪। আর ভারত এক ধাপ পিছিয়ে এখন ৬৯-এ।

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১১ পিএম

দারুণ সুখবর পেল বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে আরও ৭ ধাপ উন্নতি করেছে বাংলাদেশের নারীরা। র‍্যাঙ্কিংয়ে বর্তমানে সাবিনাদের অবস্থান ১৩২ নম্বরে। অন্যদিকে, কপাল পুড়ল ভারতের। র‍্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি হয়েছে ভারতীয় নারীদের।

বর্তমান র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ আছে তৃতীয় স্থানে। বাংলাদেশের ওপরে অবস্থান ভারত ও নেপালের। সাফের ফাইনালে বাংলাদেশের কাছে হারা নেপাল র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ পিছিয়েছে। তাদের বর্তমান অবস্থান ১০৪। আর ভারত এক ধাপ পিছিয়ে এখন ৬৯-এ। বাংলাদেশের পর আছে পাকিস্তান (১৫৭), শ্রীলঙ্কা (১৫৮), মালদ্বীপ (১৬৩) ও ভুটান (১৭২)।

২০২৪ সালের সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে নারী ফুটবলের ১ নম্বর দল যুক্তরাষ্ট্র, আগেও শীর্ষে ছিল তারা। এক ধাপ করে এগিয়ে দুই ও তিনে উঠেছে যথাক্রমে স্পেন ও জার্মানি। ইংল্যান্ড দুই ধাপ পিছিয়ে চারে। সূত্র: গোল ডটকম

AS/WA
আরও পড়ুন