ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রিমিয়ার লীগ

পাঁচ ম্যাচ পর জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার সিটি

চ্যাম্পিয়নস লীগ কিংবা প্রিমিয়ার লীগ-সবখানে হঠাৎ বিবর্ণ, অচেনা পেপ গার্দিওলার দল। হারানো ফর্ম খুঁজে ফিরছেন স্ট্রাইকাররা। একের পর এক হারে বিপর্যস্ত স্কাই ব্লুজরা কিছুতেই পাচ্ছিল না জয়ের দেখা। তবে শেষ পর্যন্ত স্বস্তি জয়ের ধরা দিয়েছে সিটির কাছে। 

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ এএম

ম্যানচেস্টার সিটির কাছে জয় যেন সোনার হরিণ হয়ে গিয়েছিল। গত পাঁচ ম্যাচে জয় পায়নি সিটি। এর আগে, প্রিমিয়ার লিগে চারটি ম্যাচে জয় পায়নি তারা। সেই দলের মুখে রোববার হাসি ফোটালেন এর্লিং হালান্ডেরা।

চ্যাম্পিয়নস লীগ কিংবা প্রিমিয়ার লীগ-সবখানে হঠাৎ বিবর্ণ, অচেনা পেপ গার্দিওলার দল। হারানো ফর্ম খুঁজে ফিরছেন স্ট্রাইকাররা। একের পর এক হারে বিপর্যস্ত স্কাই ব্লুজরা কিছুতেই পাচ্ছিল না জয়ের দেখা। তবে শেষ পর্যন্ত স্বস্তি জয়ের ধরা দিয়েছে সিটির কাছে। 

লেস্টার সিটির মাঠে প্রিমিয়ার লীগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার সাভিনিয়ো দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান হলান্ড।

এই জয়েই লীগ টেবিলে দুই ধাপ এগিয়েছে তারা; ১৯ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার সিটি।

MB/KK
আরও পড়ুন