দুপুরে নাহিদ রানার সুখবরে শুরু। এরপর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেলেন আরও দুই বাংলাদেশি ক্রিকেটার।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে জায়গা না পাওয়ার পর থেকেই সময়টা ভাল কাটছে লিটন দাসের। আগের দিন বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে করেন সেঞ্চুরি। আর আজ সোমবার পিএসএলের ড্রাফটে পেলেন দল।
সিলভার ক্যাটাগরিতে পিএসএলে একবারের চ্যাম্পিয়ন করাচি কিংস দলে টেনেছে লিটন কুমার দাসকে। একইসঙ্গে দল পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। এই অলরাউন্ডারকে দলে নিয়েছে পিএসএলে দুবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। বাংলাদেশের আরেক ক্রিকেটার নাহিদ রানাকে পেশোয়ার জালমি দলে নেয়।
পিএসএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী লাহোর ফোর্টে। এই ড্রাফটে পাকিস্তানের ক্রিকেটারদের পাশাপাশি নাম ছিল ৫১০ জন বিদেশি ক্রিকেটার। বাংলাদেশের আছেন ৩৯ ক্রিকেটার। পেসার নাহিদ রানাকে ৫০ হাজার ডলারে দলে নেয় পেশোয়ার জালমি। লিটন-রিশাদও পেলেন দল।
গোল্ডেন ক্যাটাগরি থেকে দল পাওয়া লিটন দাসের পারিশ্রমিক ৫০ হাজার ডলার। ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা রিশাদ হোসেনকে ৮৫ হাজার ডলারে দলে নিল লাহোর ক্যালান্দার্স। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলে সবার নজর কাড়েন রিশাদ।
প্ল্যাটিনাম ক্যাটাগরিতে থাকা বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান প্রথম ডাকে অবিক্রিত থেকেছেন। প্রথম ডাকে দল না পাওয়া ক্রিকেটারদের এখনই সুযোগ শেষ হয়নি। ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে তাদের দলে নেয়ার সুযোগ থাকবে।
সব ঠিক থাকলে আসছে পিএসএল শুরু হবে ৮ এপ্রিল থেকে। ১৯ মে ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।
