বার্সেলোনার জার্সিতে রোজা রেখে খেলে কিছুদিন আগে খবরের শিরোনাম হয়েছিলেন লামিন ইয়ামাল। এবার তিনি স্পেন জাতীয় দলের হয়ে গড়তে যাচ্ছেন ইতিহাস। রমজান মাস সিয়াম-সাধনার মাস, এ মাসে ইবাদাত-বন্দেগীতে নিমজ্জিত থাকেন ইসলাম ধর্মাবলম্বীরা। অনেক ধর্মপ্রাণ খেলোয়াড়ও রোজা রেখেই খেলতে নামেন। খেলা চলাকালীন একটু বিরতি নিয়ে ছোট্ট পরিসরে ইফতার করেন। স্প্যানিশ বিস্ময়বালক লামিনে ইয়ামাল সেসব রোজাদার খেলোয়াড়দের একজন।
কয়েকদিন আগেই বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রোজা রেখেই মাঠে নেমেছিলেন ইয়ামাল। বার্সেলোনার এই উদীয়মান তারকা সেদিন দলের জয়ে একটি করে গোল ও অ্যাসিস্ট করেন।

আগামী ২০ ও ২৩ মার্চ ন্যাশন্স লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে স্পেন। যেখানে রোজা রেখে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বার্সা উইঙ্গার ইয়ামাল। ম্যাচ দুটি সামনে রেখে পরশু স্পেন জাতীয় দলে যোগ দিয়ে সতীর্থদের সঙ্গে অনুশীলনও করেছেন ১৭ বছর বয়সী এই উইঙ্গার।
গত বছর ইয়ামাল স্পেনের হয়ে দুটি ম্যাচ খেললেও রোজা রাখেননি। তবে এবার তার মনে হয়েছে, তিনি রোজা রেখে খেলতে পারবেন।
স্প্যানিশ দৈনিক মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়ামাল তার পৈতৃক পরিবারের সম্মানে মুসলিমদের পবিত্র মাসে রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছেন। তার জন্ম স্পেনে হলেও তার বাবা মুনির নাসরাউয়ি একজন মরোক্কান মুসলিম।
অবশ্য ইয়ামালই স্পেন জাতীয় দলে খেলা প্রথম মুসলিম ফুটবলার নন। আদামা ত্রাওরে, আনসু ফাতি, মুনির এল হাদ্দাদিরাও ইসলাম ধর্মাবলম্বী। তবে ত্রাওরে ও ফাতি রমজানে কোনো ম্যাচ খেলতেন না।
