ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঈদের দিনে যে বার্তা দিলেন হামজা ও জামাল 

১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৩ পিএম

ঈদের খুশি ছড়িয়ে দিতে ফুটবল তারকারাও পিছিয়ে নেই। দেশের ফুটবলপ্রেমীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারা।

জাতীয় দলে সদ্য অন্তর্ভুক্ত ব্রিটিশ-বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী বর্তমানে অবস্থান করছেন ব্রিটেনে। সেখানের ঈদ উদযাপন করছেন সপরিবারে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রকাশিত এক ভিডিও বার্তায় হামজা বলেন, ‘আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার মঙ্গল করুন। আপনাদের সঙ্গে শিগগিরই দেখা হবে, ইনশা-আল্লাহ।’

জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও ঈদের দিনটি উদযাপন করছেন নিজের মতো। তিনি বলেন, ‘ঈদ মোবারক। আশা করি পরিবারের সঙ্গে সবাই সময়টা উপভোগ করছেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দল সম্প্রতি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। সেই ম্যাচে অধিনায়ক জামাল ভূঁইয়া একাদশে না থাকলেও, অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন হামজা চৌধুরী।

আগামী ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

AA/br
আরও পড়ুন