ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আইসিইউতে ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার লুসিও

আপডেট : ১৭ মে ২০২৫, ০৯:৩৩ পিএম

অগ্নি দুর্ঘটনার শিকার হয়েছেন বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার লুসিও। বৃহঃস্পতিবার (১৫ মে) তিনি দুর্ঘটনার কবলে পড়েন। এরপরেই তাকে ব্রাসিলিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ৪৭ বছর বয়সী এই সাবেক ডিফেন্ডার এখন আইসিইউ’তে রয়েছে।  

সংবাদ মাধ্যম লা গেজেত্তে দেল্লো স্পোর্টস এর মতে, দুর্ঘটনার লুসিও’র শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। সার্বক্ষণিক তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, লুসিও’র জ্ঞান আছে এবং তার অবস্থা স্থিতিশীল। 

সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, নিজের বাড়িতেই অগ্নি দুর্ঘটনার শিকার হন লুসিও। তবে কীভাবে অগ্নি দুর্ঘটনা হয়েছে তা নিশ্চিত করা হয়নি।

লুসিওর ব্রাজিলের জার্সিতে ২০০০ সালে অভিষেক হয়। তিনি ২০০১ সালে বায়ার লেভারকুসেনে যোগ দেন। ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতেন তিনি। জিতেছেন দুটি কনফেডারেশন কাপও। বিশ্বকাপ জয়ের পর বায়ার্ন মিউনিখে যোগ দেন গতিময় এই সেন্ট্রাল ডিফেন্ডার। ২০০৯ সালে ইন্টার মিলানে যোগ দিয়ে হোসে মরিনহোর অধীনে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। 

লুসিও ২০২০ সালে ব্রাসিলিয়েন্সের হয়ে ২৩ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন। অবসরের পর তিনি ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করেন।

Raj/AHA
আরও পড়ুন