রাত পোহালেই ক্লাব বিশ্বকাপের দামামা শুরু, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

আপডেট : ১৪ জুন ২০২৫, ১১:২৬ এএম

রাত পোহালেই যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে ক্লাব বিশ্বকাপের ২১তম আসরের। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা ৩২টি দলকে ৮ গ্রুপে ভাগ করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে মিশরের ক্লাব আল আহলি ও মেসির ইন্টার মায়ামি।

রোববার (১৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় মাঠে নামবে দুই দল। 

২৭ জুন গ্রুপপর্ব শেষ হওয়ার পর দুই দিন বাদ দিয়ে ২৯ জুন থেকে শুরু হবে শেষ ষোলোর ম্যাচ। যা চলবে ২ জুলাই পর্যন্ত। কোয়ার্টার ফাইনাল চলবে ৫ ও ৬ জুলাই। দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ ও ১০ জুলাই। আর ১৪ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।

প্রতি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে পরের রাউন্ডে।

বিশ্বকাপের ৮ গ্রুপে ৩২ দল

গ্রুপ এ: ইন্টার মায়ামি, আল আহলি, এফসি পোর্তো ও এসই পালমেইরাস

গ্রুপ বি: পিএসজি, অ্যাতলেটিকো মাদ্রিদ, বোতাফোগো ও সিয়াটেল সাউন্ডার্স

গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স ও এসএল বেনফিকা

গ্রুপ ডি: চেলসি, ফ্ল্যামেঙ্গো, এস্পেরেন্স ডি তিউনিস ও এলএএফসি

গ্রুপ ই: ইন্টার মিলান, রিভার প্লেট, সিএফ মন্টেরে ও উরাওয়া রেড ডায়মন্ডস

গ্রুপ এফ: বরুশিয়া ডর্টমুন্ড, ফ্লুমিনেন্স, উলসান এইচডি ও মামেলোডি সানডাউনস

গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, আল আইন এফসি ও ওয়াইদাদ এসি

গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, সিএফ পাচুকা ও এফসি সালজবার্গ

এক নজরে ক্লাব বিশ্বকাপের গ্রুপপর্বের সূচি

তারিখম্যাচসময় (বাংলাদেশ সময়)
জুন ১৫, ২০২৫আল আহলি-ইন্টার মায়ামিভোর ৬টা
জুন ১৫, ২০২৫বায়ার্ন মিউনিখ-অকল্যান্ড সিটিরাত ১০টা
জুন ১৬, ২০২৫পিএসজি-অ্যাতলেটিকোরাত ১টা
জুন ১৬, ২০২৫পালমেইরাস- পোর্তোরাত ৪টা
জুন ১৬, ২০২৫বোতাফোগো- সিয়াটেল সাউন্ডার্সসকাল ৮টা
জুন ১৭, ২০২৫চেলসি-এলএএফসিরাত ১টা
জুন ১৭, ২০২৫বোকা জুনিয়র্স- বেনফিকারাত ৪টা
জুন ১৭, ২০২৫ফ্ল্যামেঙ্গো- তিউনিসভোর ৭টা
জুন ১৮, ২০২৫রিভার প্লেট-রেড ডায়মন্ডসরাত ১টা
জুন ১৮, ২০২৫উলসান এইচডি- মামেলোডি সানডাউনসরাত ৪টা
জুন ১৮, ২০২৫ইন্টার মিলান- মন্টেরেভোর ৭টা
জুন ১৮, ২০২৫ম্যান সিটি- ওয়াইদাদ এসিরাত ১০টা
জুন ১৯, ২০২৫রিয়াল মাদ্রিদ-আল হিলালরাত ১টা
জুন ১৯, ২০২৫পাচুকা-সালজবার্গরাত ৪টা
জুন ১৯, ২০২৫আল আইন- জুভেন্টাসভোর ৭টা
জুন ১৯, ২০২৫পালমেইরাস-আল আহলিরাত ১০টা
জুন ২০, ২০২৫ইন্টার মায়ামি- পোর্তোরাত ১টা
জুন ২০, ২০২৫অ্যাতলেটিকো-সিয়াটেল সাউন্ডার্সরাত ৪টা
জুন ২০, ২০২৫পিএসজি- বোতাফোগোভোর ৭টা
জুন ২০, ২০২৫বেনফিকা- অকল্যান্ড সিটিরাত ১০টা
জুন ২১, ২০২৫চেলসি-ফ্ল্যামেঙ্গোরাত ১২টা
জুন ২১, ২০২৫তিউনিস-এলএএফসিরাত ৪টা
জুন ২১, ২০২৫বায়ার্ন মিউনিখ- বোকা জুনিয়র্সভোর ৭টা
জুন ২১, ২০২৫ডর্টমুন্ড- মামেলোডি সানডাউনসরাত ১০টা
জুন ২২, ২০২৫ইন্টার মিলান- রেড ডায়মন্ডসরাত ১টা
জুন ২২, ২০২৫ফ্লুমিনেন্স- উলসানরাত ৪টা
জুন ২২, ২০২৫রিভার প্লেট- মন্টেরেভোর ৭টা
জুন ২২, ২০২৫জুভেন্টাস-ওয়াইদাদ এসিরাত ১০টা
জুন ২৩, ২০২৫রিয়াল মাদ্রিদ- পাচুকারাত ১টা
জুন ২৩, ২০২৫সালজবার্গ-আল হিলালরাত ৪টা
জুন ২৩, ২০২৫ম্যান সিটি- আল আইনভোর ৭টা
জুন ২৪, ২০২৫পিএসজি- সিয়াটেল সাউন্ডার্সরাত ১টা
জুন ২৪, ২০২৫বোতাফোগো-অ্যাতলেটিকোরাত ১টা
জুন ২৪, ২০২৫আল আহলি-পোর্তোভোর ৭টা
জুন ২৪, ২০২৫পালমেইরাস-ইন্টার মায়ামিভোর ৭টা
জুন ২৫, ২০২৫অকল্যান্ড সিটি-বোকা জুনিয়র্সরাত ১টা
জুন ২৫, ২০২৫বায়ার্ন মিউনিখ-বেনফিকারাত ১টা
জুন ২৫, ২০২৫চেলসি-তিউনিসভোর ৭টা
জুন ২৫, ২০২৫ফ্ল্যামেঙ্গো-এলএএফসিভোর ৭টা
জুন ২৬, ২০২৫ডর্টমুন্ড-উলসানরাত ১টা
জুন ২৬, ২০২৫ফ্লুমিনেন্স-মামেলোডি সানডাউনসরাত ১টা
জুন ২৬, ২০২৫রেড ডায়মন্ডস-মন্টেরেভোর ৭টা
জুন ২৬, ২০২৫ইন্টার মিলান- রিভার প্লেটভোর ৭টা
জুন ২৭, ২০২৫জুভেন্টাস-ম্যান সিটিরাত ১টা
জুন ২৭, ২০২৫আল আইন-ওয়াইদাদরাত ১টা
জুন ২৭, ২০২৫আল হিলাল-পাচুকাভোর ৭টা
জুন ২৭, ২০২৫রিয়াল মাদ্রিদ-সালজবার্গভোর ৭টা

 

RF