ঢাকা
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

তুর্কমেনিস্তানকে ৭ গোলের বৃষ্টিতে ভাসাল বাংলাদেশ

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৯:২০ পিএম

এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে দুর্দান্ত সাফল্যের মধ্য দিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী ফুটবল দল। আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয় দিয়ে শেষ করল বাছাই পর্বের অভিযান। এর আগেই মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল আফঈদা, ঋতুপর্ণারা। তাই তুর্কমেনিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি ছিল কেবল নিয়মরক্ষার, কিন্তু সেখানে বাংলাদেশ যা করল, তা যেন গোল-বৃষ্টির রঙিন উৎসব।

মিয়ানমারের ইয়াংগুনের থুউন্না স্টেডিয়ামে শনিবার ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে প্রথমার্ধেই ৭টি গোল করে ফেলেন পিটার জেমস বাটলারের শিষ্যরা। খেলায় কোনো চাপে না থেকেও এক মুহূর্তের জন্য গা-ছাড়া ভাব আসেনি দলের মধ্যে। বরং আগের দুই ম্যাচের মতো আজও একই শক্তিশালী একাদশ নামিয়ে পেশাদারিত্বের দৃষ্টান্ত রেখেছেন কোচ।

ম্যাচে জোড়া গোল করেন শামসুন্নাহার জুনিয়র ও ঋতুপর্ণা চাকমা। একটি করে গোল স্বপ্না রানী, মনিকা চাকমা ও তহুরা খাতুনের।

ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই গোল উৎসবের সূচনা হয় স্বপ্না রানীর দূরপাল্লার শটে। এরপর একে একে শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা, মনিকা ও তহুরা খাতুন মিলে প্রথম ২১ মিনিটেই স্কোরলাইন দাঁড় করান ৬-০। শামসুন্নাহার ও ঋতুপর্ণা করেন দুইটি করে গোল। শেষ গোলটি আসে ৪০তম মিনিটে, কর্নার থেকে ঋতুপর্ণার অসাধারণ বাঁ পায়ের শটে।

প্রথমার্ধেই তুর্কমেনিস্তান পুরোপুরি গুঁড়িয়ে পড়ে। প্রতিপক্ষের এমন নাজুক পাসিং ও বল নিয়ন্ত্রণে বাংলাদেশের মেয়েদের গতি, পজিশনিং ও ফিনিশিং ছিল অতুলনীয়। একপর্যায়ে তুর্কমেনিস্তানের গোলরক্ষক এতটাই দিশেহারা হয়ে পড়েন যে, একটি গোল হাস্যকর ভঙ্গিতে খেয়ে বসেন।

বাছাইপর্বে বাহরাইন ও মিয়ানমারকে হারিয়ে আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছিল বাংলাদেশ। আজকের জয় সেই সাফল্যের মুকুটে আরেকটি উজ্জ্বল পালক। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় বসবে এশিয়ান কাপের মূল আসর। সেখানে এবার আত্মবিশ্বাসী ও প্রস্তুত হয়েই নামবে বাংলার বাঘিনীরা।

আরও পড়ুন