হামজা চৌধুরীর ভলিতে গোল, কিন্তু শেষটা হতাশার!

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৫ পিএম

ক্যারাবাও কাপের প্রথম রাউন্ডে হাডার্সফিল্ড টাউনের মাঠে লেস্টার সিটির হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অধিনায়ক হামজা চৌধুরী। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে তার অসাধারণ ভলিতেই ম্যাচে এগিয়ে যায় সাবেক প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

গত রাতে ঘটনাটা শুরু হয়েছিল বাংলাদেশি তারকা ফুটবলার হামজারই পাস থেকে। কেসি ম্যাকাটি বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে বল বাড়ান গোলমুখে, সেখান থেকে প্রতিপক্ষের গায়ে লেগে বল ফিরে আসে হামজার কাছে। তিনি কোনো সময় নষ্ট না করে মাটিতে লেগে উঠতে থাকা বলটিকে ভলিতে পাঠান সরাসরি জালে। দূরের পোস্ট দিয়ে ঢুকে যাওয়া শটটি যেন ছিল ক্ষেপণাস্ত্রের মতো।

লেস্টারের একাডেমি থেকে উঠে আসা এই ডিফেন্সিভ মিডফিল্ডার ও ডিফেন্ডার ক্যারিয়ারে খুব কমই গোল করেছেন। এ গোলটি তার পেশাদার ফুটবল জীবনের মাত্র দ্বিতীয় সাফল্য; প্রথমটি এসেছিল ২০২০ সালে নিউক্যাসলের বিপক্ষে, বক্সের বাইরে থেকে।

রাইট ব্যাক হিসেবে শুরু করা এই ম্যাচে নেতৃত্বের ভারও ছিল তার কাঁধে। কিন্তু তার দুর্দান্ত গোলও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি লেস্টারকে। ২-২ সমতার পর টাইব্রেকারে ৩-২ গোলে হেরে বিদায় নিতে হয় তাদের। তবু হামজার ভলির মুহূর্তটি লেস্টার সমর্থকদের মনে থেকে যাবে অনেক দিন।