এলিগ্যান্ট আমন্ত্রণমূলক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ পুলিশের ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ সাড়ে চার পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মনন রেজা নীড় দ্বিতীয় স্থানে রয়েছেন।
বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে এবং বাংলাদেশ বিমানের নাইম হক ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন।
শনিবার (৪ মে) বিকেলে পঞ্চম রাউন্ডের খেলা বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। পঞ্চম রাউন্ডের খেলায় ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমানকে ফিদে মাস্টার মনন রেজা নীড় আন্তর্জাতিক মাস্টার আবু সফিয়ান শাকিল মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুমকে এবং ফিদে মাস্টার নাইম হক ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগকে পরাজিত করেন।
রোববার (৫ মে) বিকেল সাড়ে তিনটায় ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে। ষষ্ঠ রাউন্ডের খেলায় ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ খেলবেন ফিদে মাস্টার নাইম হকের সাথে, ফিদে মাস্টার মনন রেজা নীড় খেলবেন ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগের সাথে। এছাড়ও মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুমের প্রতিপক্ষ হয়ে খেলবেন ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান এবং ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান আন্তর্জাতিক মাস্টার আবু সফিয়ান শাকিলের বিপক্ষে খেলবেন।
