পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী স্টেডিয়ামে চলছে ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা। মাঠে লড়াই করছেন বাংলাদেশ পুলিশ দলের খেলোয়াড় তানজিমা আক্তার। তবে তার লড়াই শুধু মাঠেই সীমাবদ্ধ নয়। দুধের শিশু সন্তানকে সঙ্গে নিয়েই খেলছেন তিনি। ম্যাচ শেষে সতীর্থদের কোলে ছেলেকে দেখে স্বস্তি খুঁজে পান এই লড়াকু মা।
কুমিল্লার মেয়ে তানজিমার পুলিশে যোগদান ২০১৭ সালে, আর হ্যান্ডবলে যাত্রা শুরু ২০২০ থেকে। খুব অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছেন পুলিশ দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মাঠে প্রতিপক্ষকে সামলাচ্ছেন, আবার মাঠের বাইরে সামলাচ্ছেন মাতৃত্ব ও দায়িত্ব।
তানজিমার স্বামী তানভীর আহমেদও পুলিশ সদস্য, বর্তমানে কর্মরত ৯৯৯-এ। খেলাধুলার ক্ষেত্রে সবসময় স্ত্রীর পাশে থেকেছেন তিনি। ছেলের দেখাশোনাতেও পরিবার ও সতীর্থরা এগিয়ে আসেন।

অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার পর মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে মাঠে ফেরেন তানজিমা। তবে খেলতে গিয়ে কখনও কখনও ভীষণ চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাকে। তিনি বলেন, অনুশীলন করতে কোনও কষ্ট হয় না, কিন্তু ছেলে কান্নাকাটি করলে খারাপ লাগে। যেহেতু চাকরি করি, তাই এসব বিষয়ে নিজেকে মানিয়ে নিতে হয়।
খেলার পাশাপাশি পুলিশের ডিউটির দায়িত্বও সামলাতে হয় তাকে। কখনও আন্দোলন, কখনও রাজনৈতিক মিছিল। সব ক্ষেত্রেই সামনে থাকতে হয় এই নারী পুলিশ সদস্যকে।
বাংলাদেশ পুলিশ নারী হ্যান্ডবল দল জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৭ সালে। গত আসরেও ছিল যৌথ চ্যাম্পিয়ন। জাতীয় দলে এখনও ডাক পাননি তানজিমা। তবে সুযোগ পেলে দেশের জার্সি গায়ে খেলতে চান তিনি। অন্য সবার মতো আমারও একটাই স্বপ্ন জাতীয় দলে খেলব। তবে ছেলে আরেকটু বড় হলে তবেই ক্যাম্পে যাব।
মা, পুলিশ সদস্য ও খেলোয়াড়-সব ভূমিকাতেই লড়াই করছেন তানজিমা আক্তার। মাঠে যেমন, মাঠের বাইরেও তিনি এক অনন্য যোদ্ধা। নিঃসন্দেহে অনেক নারী খেলোয়াড়ের জন্য তিনি এক অনুপ্রেরণা।
জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন
ব্যাটিং ব্যর্থতায় হারলো বাংলাদেশ
অভিজ্ঞতায় দলকে এগিয়ে নিতে চান সাকিব