ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আনসার ও পুলিশ সেমিফাইনালে

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৮:৫৪ পিএম

জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। দুই দলই নিজ নিজ গ্রুপে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী স্টেডিয়ামে সোমবার প্রথম পর্বের সমাপনী ম্যাচগুলোতে তিনটি দলই জয়লাভ করেছে।

এ' গ্রুপে বাংলাদেশ আনসারের রেকর্ড ছিল অভাবনীয়। ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শিরোপা জিতেছে দলটি। সোমবারের ম্যাচে তারা ফরিদপুরকে ৫৩-৩ গোলে একতরফাভাবে পরাজিত করেছে। প্রথমার্ধেই আনসার ২৫-৪ গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয়।

বি' গ্রুপে বাংলাদেশ পুলিশের পারফরম্যান্স ছিল আরও চমৎকার। ৪ ম্যাচে সব কটি জিতে ১২ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে দলটি। সোমবার মাদারীপুরের বিপক্ষে তাদের জয় ছিল ৩৯-৭ গোলে। প্রথমার্ধে ১৭-৪ গোলে এগিয়ে থাকা পুলিশ দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে। দিনের তৃতীয় ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুরকে ৩০-৮ গোলে হারিয়েছে। 

আগামী ২০ আগস্ট শুরু হবে প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। এই পর্বে ৯টি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। দ্বিতীয় পর্বের অংশগ্রহণকারী দলগুলো হলো জামালপুর, নওগাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পঞ্চগড়, নড়াইল, যশোর, ঢাকা, বগুড়া ও গোপালগঞ্জ।

দুই পর্বের মোট চারটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো নিয়ে আগামী ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। প্রতিযোগিতার ফাইনাল নির্ধারিত হয়েছে ২৫ আগস্ট।
এই জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

আরও পড়ুন