ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাংলাদেশ আনসার চ‍্যাম্পিয়ন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম

জাতীয় খো খো প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা দুই গ্রুপে শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। পুরুষ বিভাগে চট্টগ্রাম জেলাকে ৮ পয়েন্টে এবং মহিলা  বিভাগে তীব্র প্রতিদ্বন্ধীতামূলক খেলায় ১ পয়েন্ট ও ৬ মিনিটে নীলফামারী জেলাকে পরাজিত করে বাংলাদেশ আনসার তাদের শ্রেষ্টত্ব প্রমাণ করেছে।

ছেলেদের বিভাগে বাগেরহাট জেলাকে হারিয়ে নীলফামারী এবং মেয়েদের বিভাগে যশোর জেলাকে হারিয়ে গাজীপুর জেলা প্রতিযোগিতায় ৩য় স্থান লাভ করে। 

বাংলাদেশ খো খো ফেডারেশনের ব‍্যবস্থাপনায় মার্কেন্টাইল ব‍্যাংক -এর পৃষ্ঠপোষকতায় ও বিমান বাংলাদেশ এয়ার লাইনস এর সহ পৃষ্ঠপোষকতায় তারুণ‍্য উৎসব উপলক্ষ‍্যে গত শুক্রবার থেকে পল্টন ময়দানে শুরু হয়েছিল জাতীয় খো খো প্রতিযোগীতা ২০২৫। তিনদিন ব‍্যাপী এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার সহ মোট ২৪ টি জেলা দল অংশগ্রহন করে।

শনিবার মেয়েদের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ আনসার গাজীপুর জেলা দলকে হারিয়ে ফাইনালে উঠে। ২য় সেমিতে নীলফামারী জেলা দল যশোর জেলাকে পরাজিত করে ফাইনালে উঠে। স্থান নির্ধারনী ম‍্যাচে  গাজীপুর জেলা যশোর জেলাকে হারিয়ে ৩য় স্থান লাভ করে। 

পুরুষ বিভাগে ১ম সেমিতে  বাংলাদেশ আনসার নীলফামারীকে পরাজিত করে ফাইনালে উঠে। ২য় সেমিতে বাগেরহাট জেলাকে হারিয়ে চট্টগ্রাম জেলা দল ফাইনালে উঠে। 

রবিবার পল্টন ময়দানে ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করেন অসীম কুমার সাহা, ডিএমডি মার্কেন্টাইল ব‍্যাংক। বিশেষ অতিথি শেখ মোস্তাফিজুর রহমান, ডিজিএম, বিমান বাংলাদেশ এয়ারলাইনস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ খো খো ফেডারেশনের সভাপতি  এ এইচ এম জিয়াউল হক। এসময় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর কায়ছার সাদিক, টুর্নামেন্ট কমিটির চেয়ারম‍্যান প্রকৌশলী আবদুর মুকতাদির, সদস‍্য সচিব মতিউর রহমান বাবুল। 

প্রতিযোগিতায় সেরা পারর্ফরম করে দর্শকদের মন জয় করে নিলফামারী জেলার ৫ম শ্রেনীর ছাত্রী লুবা আকতার (১২)।

আরও পড়ুন