ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জাতীয় সাঁতারে প্রথম দিনেই ৫ নতুন রেকর্ড, শীর্ষে নৌবাহিনী

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৮:০৪ পিএম

মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। প্রথম দিনেই সাঁতারে হয়েছে ৫টি নতুন জাতীয় রেকর্ড।

প্রতিযোগিতার প্রথম দিন শেষে ৮টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পদক নিয়ে পদক তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। দ্বিতীয় স্থানে ৩ স্বর্ণ, ৬ রৌপ্য ও ৪ ব্রোঞ্জ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং তৃতীয় স্থানে ১ স্বর্ণ, ১ রৌপ্য ও ২ ব্রোঞ্জ নিয়ে বিকেএসপি।

নৌবাহিনীর কাজল মিয়া পুরুষদের ২০০ মিটার ফ্রি স্টাইল ও ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে দুটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। সামিউল ইসলাম রাফি ৫০ মিটার ব্যাকস্ট্রোক ও ৪০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে রেকর্ড গড়ে আলো ছড়ান। নারী বিভাগে নৌবাহিনীর মাইশা যুথী, এ্যানি ও সোনিয়ার দল ৪০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে নতুন রেকর্ড স্থাপন করে।

চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৬৭টি দলের ৮১৬ জন অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

সাঁতার ফেডারেশনের কর্মকর্তারা আশা করছেন, এবারের আসরে আরও রেকর্ড গড়বে বাংলাদেশের সাঁতারুরা।

DR/FJ
আরও পড়ুন