কৌশলগত মাল্টিপ্লেয়ার শুটার 'জিরো আওয়ার' উন্মোচনের মধ্য দিয়ে বৈশ্বিক ভিডিও গেম বাজারে প্রবেশ করেছে বাংলাদেশি গেম ডেভেলপাররা।
গেমটি অফিসিয়াল গেমপ্লে প্রকাশের পর যথেষ্ট মনোযোগ আকর্ষণ করেছে। কিছু পর্যবেক্ষক ক্লাসিক রেইনবো সিক্স সিরিজের সাথে তুলনা করছে।
জিরো আওয়ারের আপডেট ১.০ লঞ্চ হচ্ছে সোমবার (৯ সেপ্টেম্বর)। ‘জিরো আওয়ার: অফিসিয়াল ১.০ লঞ্চ ট্রেলার’ গেমটির সমবায় গেমপ্লে অভিজ্ঞতা প্রদর্শন করে।
এই গেইমে দুইটি দল থাকবে একটির নাম হবে আলফা, আরেকটি হলো চার্লি। আর প্রতিটি টিমে ৫ জন করে সদস্য থাকবে। গেমে বেশ কয়েকটা রাউন্ড হবে, আর যারা সবচেয়ে বেশিবার জিতবে তারাই পুরো ম্যাচের বিজয়ী দল হিসেবে ঘোষিত হবে।
এই ঘরানার অন্য গেমগুলো থেকে জিরো আওয়ার আলাদা এর বাস্তবসম্মত কুশলী বাস্তবায়ন এবং দলগত পরিকল্পনার জন্য। এখানে খেলোয়াড়রা সোয়াট টাস্ক ফোর্স বা সন্ত্রাসী যে কোনো ভূমিকাই বেছে নিতে পারেন।
আক্রমণের সাজসজ্জা সম্পন্ন হওয়ার পর যুদ্ধটাকে নিজের অনুকূলে আনার জন্য অস্ত্রশস্ত্র, ঢাল-তলোয়ার, ফাঁদ এবং বিভিন্ন গ্যাজেট নিয়ে প্রস্তুত হতে পারেন। 'সিএসজিও' বা 'রেইনবো সিক্স সিজ' এর মতো জনপ্রিয় কৌশলী গেমের যারা ভক্ত, তাদের জন্য জিরো আওয়ার একটি পছন্দের গেম হতে পারে।
