টুইটারের (বর্তমানে এক্স) পর এবার কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতিতে নেতৃত্ব দেয়া ওপেনএআই কেনার প্রস্তাব দিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। তার নেতৃত্বাধীন বিনিয়োগকারী দল ৯ হাজার ৭৪০ কোটি ডলারের বিনিময়ে প্রতিষ্ঠানটির সমস্ত সম্পদ কিনে নেয়ার প্রস্তাব দিয়েছে।
স্থানীয় সময় সোমবার (১০ ফেব্রুয়ারি) মাস্কের আইনজীবী এ খবর নিশ্চিত করেন।
মাস্ক এক বিবৃতিতে বলেছেন, ‘এখন সময় এসেছে ওপেনএআইকে আবারও একটি ওপেন সোর্স এবং নিরাপত্তা-কেন্দ্রিক প্রতিষ্ঠানে পরিণত করার, যা একসময় ছিল। আমরা এটি নিশ্চিত করব।’
প্রযুক্তি বিশ্বে এই প্রস্তাব ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ওপেনএআইকে কেন্দ্র করে ইলন মাস্ক ও স্যাম অল্টম্যানের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এ নিয়ে মাস্ক ও অল্টম্যানের দ্বন্দ্ব আরও গভীর হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
২০১৫ সালে মাস্ক ও অল্টম্যান যৌথভাবে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করলেও, পরবর্তীতে মাস্ক সরে দাঁড়ান। মাস্কের দাবি, প্রতিষ্ঠানটি এখন মূল লক্ষ্য অলাভজনক প্রতিষ্ঠান থেকে সরে গিয়ে মুনাফার দিকে ঝুঁকেছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি করছে।
প্রস্তাবের জবাবে মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ অল্টম্যান বলেন, ‘না ধন্যবাদ, তবে আপনি চাইলে আমরা টুইটার ৯ দশমিক ৭৪ বিলিয়ন ডলারে কিনে নিতে পারি।’
অন্যদিকে ওপেনএআই বলছে, উন্নত এআই মডেল তৈরির জন্য বিনিয়োগ আকর্ষণ করতেই প্রতিষ্ঠানটিকে লাভজনক মডেলে রূপান্তর করা হচ্ছে। কোম্পানিটির বর্তমান মূল্য প্রায় ৩০০ বিলিয়ন ডলার বলে ধারণা করা হচ্ছে, যা মাস্কের প্রস্তাবিত মূল্য থেকে অনেক বেশি।
মাস্কের নেতৃত্বে ওপেনএআই কেনার এই প্রস্তাবে আরও কয়েকটি বিনিয়োগ প্রতিষ্ঠানও সমর্থন দিচ্ছে। বিনিয়োগকারীরা বিশ্বাস করেন, ওপেনএআই পুনরায় গবেষণাকেন্দ্রিক ও উন্মুক্ত প্রযুক্তি উন্নয়নের পথে ফিরলে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতিতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।
