ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

স্মার্টফোনে যেসব অ্যাপ আপনার নিরাপত্তার হুমকি

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৮:৫৫ পিএম

আপনার হাতে থাকা স্মার্টফোনটিতে কী অনেক অ্যাপ ইনস্টল করে রেখেছেন? আসল-নকল না বুঝেই গুগল প্লে স্টোর থেকে যেমন খুশি অ্যাপ ডাউনলোড করে ফেলার অভ্যাস অনেকেরই আছে। তবে কোন অ্যাপ প্রয়োজনীয়, আর কোনটি থেকে বিপদ ঘটতে পারে, তা বোঝা খুবই জরুরি। গুগল প্লে স্টোর ও অ্যাপল প্লে স্টোরে এমন কিছু অ্যাপ আছে যা আপনার নিরাপত্তার জন্য হুমকি। জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগ সেই সব অ্যাপ অতি দ্রুত মুছে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

যে অ্যাপ গুলো ক্ষতিকারক:

‘এসওইএক্স ক্রিপ্টোকারেন্সি অ্যাপ’ ফোনে ইনস্টল করে থাকলে, আজই মুছে দিন। সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই অ্যাপটি বহু মানুষ তাদের ফোনে ইনস্টল করে রেখেছেন। গুগল প্লে স্টোর থেকে অন্তত ১০ হাজার বার ডাউনলোড করা হয়েছে অ্যাপটি। এটি আসলে ম্যালঅয়্যার। এর থেকে প্রতারিত হওয়ার আশঙ্কা আছে।

আর একটি অ্যাপ হল ‘টিকটক ক্লোন অ্যাপ’। এটিও অনেকের ফোনে আছে। সাইবার নিরাপত্তা বিভাগ জানিয়েছে, এই অ্যাপটি ব্যাঙ্ক ও অনলাইন লেনদেনের তথ্য হাতিয়ে নিচ্ছে। ফোনে থাকলে, ব্যাঙ্ক সংক্রান্ত যাবতীয় তথ্য হ্যাকারদের কব্জায় চলে যাবে।

‘ক্রিয়েট স্টিকার ফর হোয়াটসঅ্যাপ’ এবং ‘আর্ট ফিল্টার’ অ্যাপ দু’টিও ক্ষতিকর। এই সব অ্যাপ থেকে ফোনের ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই অ্যাপ দু’টিতেও ম্যালঅয়্যারের হদিস পাওয়া গেছে। ‘জিপিএস লোকেশন ফাউন্ডার’, ‘আর্ট গার্লস ওয়ালপেপার এইচডি’, ‘স্মার্ট কিউ-আর ক্রিয়েটর’ অ্যাপগুলো থেকেও সাবধান থাকতে বলা হচ্ছে।

অ্যাপ ইনস্টল দেয়ার আগে যে সর্তকতা অবলম্বন করবেন:

নতুন যে কোনো অ্যাপ ইনস্টল করার আগে দেখে নিতে হবে, সেই অ্যাপটির উৎস কী। অর্থাৎ ডেভেলপারের নাম, তৈরির সময় আর কী কী ফিচার রয়েছে। অনেক সময়ে একই নামে একাধিক অ্যাপ থাকে প্লে স্টোরে। সে ক্ষেত্রে দেখে নিতে হবে, ব্যবহারকারীরা কী মতামত দিচ্ছেন, কত বার অ্যাপটি ইনস্টল করা হয়েছে, কোনো আপত্তিকর ছবি বা ভিডিওর লিঙ্ক এর সঙ্গে রয়েছে কি না। তেমন হলে সতর্ক হতে হবে। অ্যাপটি ইনস্টল করার সময়ে যদি দেখেন আপনার ফোনের অডিও, ভিডিও, ক্যামেরা, লোকেশন ও আরও কিছু ব্যক্তিগত তথ্যের অনুমতি চাইছে, তা হলে সেই অ্যাপটি ইনস্টল করবেন না।

HM/FJ
আরও পড়ুন