বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো আয়োজন করেছে এক ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা ‘রেনো১৪ সিরিজ ফাইভজি নাইটলাইফ রেনোগ্রাফি কনটেস্ট’। রাতের সৌন্দর্য ও আবেগকে কেন্দ্র করে আয়োজিত এই ফটো কনটেস্ট শুরু হয়েছে ১৯ আগস্ট, চলবে ২৭ আগস্ট পর্যন্ত। বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ৩১ আগস্ট।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের রাতের শহর, বিয়ে, আড্ডা, পোর্ট্রেট, প্রাকৃতিক দৃশ্য কিংবা স্থাপত্য বিভিন্ন থিমে অপো স্মার্টফোন দিয়ে তোলা মৌলিক ছবি জমা দিতে হবে। ছবি কিছুটা এডিট করা গেলেও অতিরিক্ত পরিবর্তন গ্রহণযোগ্য নয়।
পুরস্কার:
- গ্র্যান্ড উইনার: একটি নতুন অপো রেনো১৪ সিরিজ ফাইভজি স্মার্টফোন
- ২য় পুরস্কার: অপো এনকো এয়ার৪ প্রো
- ৩য় পুরস্কার: অপো এক্সক্লুসিভ টি-শার্ট ও ফ্রেমড ফটো স্বীকৃতি
- ৪র্থ-২০তম: বিজয়ী ছবির ফ্রেমড কপি
অপো জানায়, এই প্রতিযোগিতার মূল আকর্ষণ হলো রেনো১৪ সিরিজ ফাইভজি। এতে রয়েছে এআই চালিত ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, এআই লাইভফটো ২.০, এআই ইরেজার ও এআই এডিটর ২.০, যা রাতের অন্ধকারেও নিখুঁত ছবি ধারণে সক্ষম।
অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, এই প্রতিযোগিতা শুধু ছবি তোলা নয়, বরং রাতের আবেগ ও সৌন্দর্যকে প্রকাশ করার একটি প্ল্যাটফর্ম। আমরা সবাইকে আমন্ত্রণ জানাই তাদের রাতের সেরা মুহূর্তগুলো ভাগ করে নিতে।
অংশগ্রহণ ও বিস্তারিত জানতে ভিজিট করুন
https://www.facebook.com/OPPO/videos অথবা https://www.oppo.com/bd/
ওয়ানপ্লাসে আসছে নতুন ডিজাইন ও ডিসপ্লে